বিনোদন ডেস্ক
ঢাকা: পুরো নাম এনরিক রিকি মার্টিন মোরালেস। একাধারে তিনি গায়ক, অভিনেতা ও লেখক। নব্বইয়ের দশকে বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং ‘কোপা দে লা ভিদা’ (১৯৯৮) গেয়ে নজর কেড়েছিলেন বিশ্ববাসীর। অসংখ্য জনপ্রিয় গানের পাশাপাশি অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। একাধিক গ্র্যামিসহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন রিকি মার্টিন৷
জনপ্রিয় মার্কিন পপতারকা রিকি মার্টিন হলিউডে ভালো কাজ খুঁজছেন। ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের কাছে অনুরোধ করেছেন এই তারকা। পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে রিকি মার্টিন বলেছেন, ‘আমি অভিনয় করতে ভালোবাসি। ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় আছি। যেকোনো ভালো চরিত্রের জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করতে রাজি। আমি প্রস্তুত। শুধু আমাকে একটি কাজ দিন।’
রিকি মার্টিন আরও বলেছেন, ‘আমি যেকোনো ধরনের কাজ চাই। আমি থিয়েটারও ভালোবাসি। গল্প বলতে ভালোবাসি।’ ২০১৮ সালে রায়ান মারফির ক্রাইম সিরিজ ‘দ্য অ্যাসেসিনেশন অব গিয়ানি ভারসেস’–এ অভিনয় করে গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলেন রিকি মার্টিন। এ ছাড়া তিনি ‘লা মিসারেবল’ এবং ‘এভিতা’-তে অভিনয় করেছেন।
রিকি মনে করেন, কাজ ক্রমেই কমে আসার অন্যতম কারণ তাঁর সমকামী পরিচয়। স্প্যানিশ এই পপগায়ক বিয়ে করেন দীর্ঘদিনের সমকামী বন্ধু কার্লো গনজালেসকে। এর আগে প্রেমের সম্পর্ক ছিল।
এক সাক্ষাৎকারে মার্টিন নিজের সম্পর্কে বলেন, ‘আমি একজন আধুনিক ব্যক্তি এবং আমি সম্পূর্ণ জীবনযাপন করি। নিজের মধ্যে আমি কোনো বাধা অনুভব করি না। আমার বিশ্বাস, বাইরের বিশ্বটা একটি খোলা ফোরামের মতো, যেখানে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়া সবকিছুই স্বীকার করা যায়।’
ঢাকা: পুরো নাম এনরিক রিকি মার্টিন মোরালেস। একাধারে তিনি গায়ক, অভিনেতা ও লেখক। নব্বইয়ের দশকে বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং ‘কোপা দে লা ভিদা’ (১৯৯৮) গেয়ে নজর কেড়েছিলেন বিশ্ববাসীর। অসংখ্য জনপ্রিয় গানের পাশাপাশি অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। একাধিক গ্র্যামিসহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন রিকি মার্টিন৷
জনপ্রিয় মার্কিন পপতারকা রিকি মার্টিন হলিউডে ভালো কাজ খুঁজছেন। ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের কাছে অনুরোধ করেছেন এই তারকা। পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে রিকি মার্টিন বলেছেন, ‘আমি অভিনয় করতে ভালোবাসি। ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় আছি। যেকোনো ভালো চরিত্রের জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করতে রাজি। আমি প্রস্তুত। শুধু আমাকে একটি কাজ দিন।’
রিকি মার্টিন আরও বলেছেন, ‘আমি যেকোনো ধরনের কাজ চাই। আমি থিয়েটারও ভালোবাসি। গল্প বলতে ভালোবাসি।’ ২০১৮ সালে রায়ান মারফির ক্রাইম সিরিজ ‘দ্য অ্যাসেসিনেশন অব গিয়ানি ভারসেস’–এ অভিনয় করে গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলেন রিকি মার্টিন। এ ছাড়া তিনি ‘লা মিসারেবল’ এবং ‘এভিতা’-তে অভিনয় করেছেন।
রিকি মনে করেন, কাজ ক্রমেই কমে আসার অন্যতম কারণ তাঁর সমকামী পরিচয়। স্প্যানিশ এই পপগায়ক বিয়ে করেন দীর্ঘদিনের সমকামী বন্ধু কার্লো গনজালেসকে। এর আগে প্রেমের সম্পর্ক ছিল।
এক সাক্ষাৎকারে মার্টিন নিজের সম্পর্কে বলেন, ‘আমি একজন আধুনিক ব্যক্তি এবং আমি সম্পূর্ণ জীবনযাপন করি। নিজের মধ্যে আমি কোনো বাধা অনুভব করি না। আমার বিশ্বাস, বাইরের বিশ্বটা একটি খোলা ফোরামের মতো, যেখানে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়া সবকিছুই স্বীকার করা যায়।’
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৪ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৫ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৬ ঘণ্টা আগে