রমজান মাস। গাজা নগরীতে এক নারী তাঁর পরিবারের জন্য ইফতার বানাচ্ছিলেন। এমন সময় ফোন আসে তাঁর কাছে। ফোনে এক ইসরায়েলি সৈন্য জানায়, তাঁদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাতে আছে মাত্র দশ মিনিট। এরইমধ্যে তাঁকে নিজের জীবন বাঁচাতে হবে। বাঁচাতে হবে পরিবারের সবার জীবন। টানটান উত্তেজনার সিনেমাটি বানিয়েছেন সিনা সালিমি।
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। ফিলিস্তিনের মিলিটারি গভর্নর শাসিত একটি গ্রাম। সেখানে অনুষ্ঠিত এক বিয়ের গল্প নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। এর আড়ালে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব। ওই গ্রামে তখন কারফিউ চলছে।
এরমধ্যেই গ্রাম প্রধান, যার নাম মুকতার, তাঁর ছেলের বিয়ে উদযাপন করতে চান। কিন্তু বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তবে পরবর্তীতে বিয়ে অনুষ্ঠান উদযাপন হয়। ইসরায়েলি সৈন্যরাও আমন্ত্রণ পায় অনুষ্ঠানে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের নির্মাতা মাইকেল খালেইফি।
ফিলিস্তিনের নির্মাতা এলিয়া সুলাইমান বানিয়েছেন সিনেমাটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এ সিনেমা নির্মাণকাল পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কান ও টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এটি। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পায় গ্র্যান্ড জুরি পদক।
দুজন ফিলিস্তিনি নাগরিক। যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের নিয়েই সিনেমাটির গল্প। উঠে এসেছে তাঁদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ছোটবেলা থেকে বন্ধু তাঁরা। তেলআবিবে তাঁদের আত্মঘাতী হামলার দিন কয়েক আগে থেকে গল্প শুরু হয়। বানিয়েছেন হানি আবু-আসাদ।
এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল। একই বিভাগে মনোনীত হয়েছিল একাডেমি পুরষ্কারের জন্য।
সিনেমাটি আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে তৈরি। গল্পে তাঁরা একজন ইহুদি, অন্যজন মুসলিম। ইহুদি পরিবারের ছেলে ডেভিড প্রেমে পড়ে মুসলিম ফাতেমার। তাঁদের এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। রাষ্ট্রের কাছেও। বিষয়টি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যখন এ সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়ে।
যদিও এ গল্প খুবই সাধারণ। কিন্তু অসাধারণ চিত্রনাট্য আর অনবদ্য অভিনয়ের কারনে ‘ডেভিড অ্যান্ড ফাতেমা’ হয়ে উঠেছে পুরোপুরি রাজনৈতিক সিনেমা।
রমজান মাস। গাজা নগরীতে এক নারী তাঁর পরিবারের জন্য ইফতার বানাচ্ছিলেন। এমন সময় ফোন আসে তাঁর কাছে। ফোনে এক ইসরায়েলি সৈন্য জানায়, তাঁদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাতে আছে মাত্র দশ মিনিট। এরইমধ্যে তাঁকে নিজের জীবন বাঁচাতে হবে। বাঁচাতে হবে পরিবারের সবার জীবন। টানটান উত্তেজনার সিনেমাটি বানিয়েছেন সিনা সালিমি।
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। ফিলিস্তিনের মিলিটারি গভর্নর শাসিত একটি গ্রাম। সেখানে অনুষ্ঠিত এক বিয়ের গল্প নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। এর আড়ালে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব। ওই গ্রামে তখন কারফিউ চলছে।
এরমধ্যেই গ্রাম প্রধান, যার নাম মুকতার, তাঁর ছেলের বিয়ে উদযাপন করতে চান। কিন্তু বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তবে পরবর্তীতে বিয়ে অনুষ্ঠান উদযাপন হয়। ইসরায়েলি সৈন্যরাও আমন্ত্রণ পায় অনুষ্ঠানে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের নির্মাতা মাইকেল খালেইফি।
ফিলিস্তিনের নির্মাতা এলিয়া সুলাইমান বানিয়েছেন সিনেমাটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এ সিনেমা নির্মাণকাল পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কান ও টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এটি। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পায় গ্র্যান্ড জুরি পদক।
দুজন ফিলিস্তিনি নাগরিক। যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের নিয়েই সিনেমাটির গল্প। উঠে এসেছে তাঁদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ছোটবেলা থেকে বন্ধু তাঁরা। তেলআবিবে তাঁদের আত্মঘাতী হামলার দিন কয়েক আগে থেকে গল্প শুরু হয়। বানিয়েছেন হানি আবু-আসাদ।
এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল। একই বিভাগে মনোনীত হয়েছিল একাডেমি পুরষ্কারের জন্য।
সিনেমাটি আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে তৈরি। গল্পে তাঁরা একজন ইহুদি, অন্যজন মুসলিম। ইহুদি পরিবারের ছেলে ডেভিড প্রেমে পড়ে মুসলিম ফাতেমার। তাঁদের এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। রাষ্ট্রের কাছেও। বিষয়টি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যখন এ সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়ে।
যদিও এ গল্প খুবই সাধারণ। কিন্তু অসাধারণ চিত্রনাট্য আর অনবদ্য অভিনয়ের কারনে ‘ডেভিড অ্যান্ড ফাতেমা’ হয়ে উঠেছে পুরোপুরি রাজনৈতিক সিনেমা।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৮ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৯ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
১০ ঘণ্টা আগে