রমজান মাস। গাজা নগরীতে এক নারী তাঁর পরিবারের জন্য ইফতার বানাচ্ছিলেন। এমন সময় ফোন আসে তাঁর কাছে। ফোনে এক ইসরায়েলি সৈন্য জানায়, তাঁদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাতে আছে মাত্র দশ মিনিট। এরইমধ্যে তাঁকে নিজের জীবন বাঁচাতে হবে। বাঁচাতে হবে পরিবারের সবার জীবন। টানটান উত্তেজনার সিনেমাটি বানিয়েছেন সিনা সালিমি।
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। ফিলিস্তিনের মিলিটারি গভর্নর শাসিত একটি গ্রাম। সেখানে অনুষ্ঠিত এক বিয়ের গল্প নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। এর আড়ালে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব। ওই গ্রামে তখন কারফিউ চলছে।
এরমধ্যেই গ্রাম প্রধান, যার নাম মুকতার, তাঁর ছেলের বিয়ে উদযাপন করতে চান। কিন্তু বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তবে পরবর্তীতে বিয়ে অনুষ্ঠান উদযাপন হয়। ইসরায়েলি সৈন্যরাও আমন্ত্রণ পায় অনুষ্ঠানে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের নির্মাতা মাইকেল খালেইফি।
ফিলিস্তিনের নির্মাতা এলিয়া সুলাইমান বানিয়েছেন সিনেমাটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এ সিনেমা নির্মাণকাল পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কান ও টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এটি। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পায় গ্র্যান্ড জুরি পদক।
দুজন ফিলিস্তিনি নাগরিক। যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের নিয়েই সিনেমাটির গল্প। উঠে এসেছে তাঁদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ছোটবেলা থেকে বন্ধু তাঁরা। তেলআবিবে তাঁদের আত্মঘাতী হামলার দিন কয়েক আগে থেকে গল্প শুরু হয়। বানিয়েছেন হানি আবু-আসাদ।
এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল। একই বিভাগে মনোনীত হয়েছিল একাডেমি পুরষ্কারের জন্য।
সিনেমাটি আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে তৈরি। গল্পে তাঁরা একজন ইহুদি, অন্যজন মুসলিম। ইহুদি পরিবারের ছেলে ডেভিড প্রেমে পড়ে মুসলিম ফাতেমার। তাঁদের এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। রাষ্ট্রের কাছেও। বিষয়টি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যখন এ সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়ে।
যদিও এ গল্প খুবই সাধারণ। কিন্তু অসাধারণ চিত্রনাট্য আর অনবদ্য অভিনয়ের কারনে ‘ডেভিড অ্যান্ড ফাতেমা’ হয়ে উঠেছে পুরোপুরি রাজনৈতিক সিনেমা।
রমজান মাস। গাজা নগরীতে এক নারী তাঁর পরিবারের জন্য ইফতার বানাচ্ছিলেন। এমন সময় ফোন আসে তাঁর কাছে। ফোনে এক ইসরায়েলি সৈন্য জানায়, তাঁদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাতে আছে মাত্র দশ মিনিট। এরইমধ্যে তাঁকে নিজের জীবন বাঁচাতে হবে। বাঁচাতে হবে পরিবারের সবার জীবন। টানটান উত্তেজনার সিনেমাটি বানিয়েছেন সিনা সালিমি।
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। ফিলিস্তিনের মিলিটারি গভর্নর শাসিত একটি গ্রাম। সেখানে অনুষ্ঠিত এক বিয়ের গল্প নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। এর আড়ালে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব। ওই গ্রামে তখন কারফিউ চলছে।
এরমধ্যেই গ্রাম প্রধান, যার নাম মুকতার, তাঁর ছেলের বিয়ে উদযাপন করতে চান। কিন্তু বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তবে পরবর্তীতে বিয়ে অনুষ্ঠান উদযাপন হয়। ইসরায়েলি সৈন্যরাও আমন্ত্রণ পায় অনুষ্ঠানে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের নির্মাতা মাইকেল খালেইফি।
ফিলিস্তিনের নির্মাতা এলিয়া সুলাইমান বানিয়েছেন সিনেমাটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এ সিনেমা নির্মাণকাল পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কান ও টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এটি। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পায় গ্র্যান্ড জুরি পদক।
দুজন ফিলিস্তিনি নাগরিক। যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের নিয়েই সিনেমাটির গল্প। উঠে এসেছে তাঁদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ছোটবেলা থেকে বন্ধু তাঁরা। তেলআবিবে তাঁদের আত্মঘাতী হামলার দিন কয়েক আগে থেকে গল্প শুরু হয়। বানিয়েছেন হানি আবু-আসাদ।
এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল। একই বিভাগে মনোনীত হয়েছিল একাডেমি পুরষ্কারের জন্য।
সিনেমাটি আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে তৈরি। গল্পে তাঁরা একজন ইহুদি, অন্যজন মুসলিম। ইহুদি পরিবারের ছেলে ডেভিড প্রেমে পড়ে মুসলিম ফাতেমার। তাঁদের এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। রাষ্ট্রের কাছেও। বিষয়টি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যখন এ সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়ে।
যদিও এ গল্প খুবই সাধারণ। কিন্তু অসাধারণ চিত্রনাট্য আর অনবদ্য অভিনয়ের কারনে ‘ডেভিড অ্যান্ড ফাতেমা’ হয়ে উঠেছে পুরোপুরি রাজনৈতিক সিনেমা।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
২ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
২ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
২ ঘণ্টা আগে