মীর রাকিব হাসান
ঢাকা: বিনোদন দুনিয়ার হালচাল বদলে যাচ্ছে রাতারাতি। করোনা মহামারিতে এই বদলে যাওয়ায় লেগেছে নতুন হাওয়া। মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে। বন্ধ সিনেমা হল, সিনেপ্লেক্স। হলিউড ছবির বাজারে মন্দা যাচ্ছে, কমে যাচ্ছে প্রযোজকদের আয়। এই সুযোগে ওত পেতে থাকা ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন জেগে উঠেছে সজোরে। তার সাড়াও মিলেছে বেশ। মানুষের চোখ হাতে রাখা মোবাইলফোন সেট কিংবা ঘরের স্মার্ট টিভিতে। ইচ্ছে হলেই ঢুঁ মেরে আসছেন নেটফ্লিক্স, আমাজন, মুবি, ডিজনি প্লাস থেকে।
বিনোদনের আগামী দুনিয়া যে আপনার হাতের মুঠোর স্ক্রিনেই। স্ট্রিমিং সার্ভিসে শুধু নতুন সিনেমা যুক্ত হচ্ছে তা নয়, ব্র্যান্ডগুলো পুরোনো সিনেমা ও টিভি শোর সংগ্রহ বাড়াচ্ছে। এই ট্রেন্ডের জন্যই গত সপ্তাহে মার্কিন মিডিয়া কোম্পানি এটিঅ্যান্ডটি ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে ওয়ার্নার মিডিয়ার সঙ্গে এবং ডিসকভারির সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ সপ্তাহে আমাজন মালিকানায় গেল হলিউডের বিখ্যাত ফিল্ম স্টুডিও মেট্রো গোল্ডউইন মেয়ার বা এমজিএম।
চুক্তি হলো যেভাবে
এমজিএম স্টুডিওর মালিক প্রতিষ্ঠান এমজিএম হোল্ডিংস গত বছর থেকেই স্টুডিওর জন্য ক্রেতা খুঁজছিল। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই স্টুডিও এর লোগো এবং সিংহ গর্জনের প্রতীকের মাধ্যমেই অনেকের কাছে পরিচিত। মালিকানা হাতবদলে আমাজনকে গুনতে হচ্ছে ৮৪৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭১ হাজার ৮২৫ কোটি টাকার সমপরিমাণ।
হলিউডের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এমজিএম স্টুডিও থেকে আসা চলচ্চিত্রের তালিকায় ক্ল্যাসিক বলে বিবেচিত ‘সাম লাইক ইট হট’ বা ‘সিংগিং ইন দ্য রেইনে’র পাশাপাশি এসেছে জেমস বন্ড সিরিজের মতো ব্যবসাসফল ফ্রাঞ্চাইজি। এই বিক্রির ফলে আমাজনের প্রাইম স্ট্রিমিং সেবা এমজিএমের পুরোনো ক্যাটালগের এক বিশাল সম্ভার হাতে পাবে।
চুক্তির ফলে আমাজনের প্রাইম ভিডিওর তালিকায় যোগ হবে প্রায় চার হাজার চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে জেমস বন্ড সিরিজ এবং প্রায় ১৭ হাজার টেলিভিশন অনুষ্ঠান।
এমজিএমের বেহাল দশা
এমজিএম করোনাভাইরাসের কারণে গত বছর নতুন কোনো ছবি মুক্তি দিতে পারেনি। এর মধ্যে কয়েকবার পিছিয়ে গেছে জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’–এর কাজ। ৯৭ বছরের চলচ্চিত্র ও টিভি স্টুডিওটি অনেক দিন থেকেই একটু একটু করে বিক্রি হচ্ছিল।
১৯৮৬ সালের আগের বানানো চলচ্চিত্র ও টিভি শোর বড় অংশ কিনেছে সনি পিকচার ও ওয়ার্নার ব্রাদার্স (যাদের হাতে রয়েছে সিংগিং ইন দ্য রেইন, দ্য উইজার্ড অব ওজ, গান উইথ দ্য উইন্ড–এর মতো চলচ্চিত্র)।
এমজিএম এর হতাশাকেই নিজেদের জন্য সুযোগ হিসেবে বেছে নেন জেফ বেজোস। অন্য ক্রেতাদের মধ্যে অ্যাপল, কমকাস্ট, এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাসের মতো বড় ব্র্যান্ডও ছিল। এর আগে ২০১৬ সালে চীনা এক কোম্পানি ৮০০ কোটি ডলারে এমজিএম কিনতে চেয়েছিল। চুক্তি প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সব বদলে যায়।
এমজিএম ঝুলি
এমজিএম হলো একটি আইকনিক মুভি স্টুডিও, যা হলিউডের জেমস বন্ড সিরিজটি দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে। শুধু জনপ্রিয় এই মুভি সিরিজ নয়, ১৯২৪ সালে মার্কাস লো ও লুইস বি মায়ার প্রতিষ্ঠিত পুরোনো স্টুডিওটির ঝুলিতে দর্শকপ্রিয় ফারগো, ভাইকিংস ও শার্ক ট্যাংকের মতো টিভি শো রয়েছে।
এপিক্স কেব্ল চ্যানেলেরও মালিক এমজিএম। প্রায় ১০ দশক ধরে এমজিএম স্টুডিওর কাছে হলিউডের সোনালি দিন থেকে বর্তমান পর্যন্ত অনেক ব্লকবাস্টার মুভি ও টিভি শো রয়েছে। বেন-হুর, দ্যা উইজার্ড অব ওজসহ বিখ্যাত অনেক মুভিই বানিয়েছে তারা।
গন উইথ দ্য উইন্ড, থেলমা অ্যান্ড লুইস, হবিট ফ্র্যাঞ্চাইজির মতো বহু জনপ্রিয় মুভির নির্মাতা এমজিএম। অনেক ক্ল্যাসিক মুভি ও টিভি শোসহ স্টুডিওটির কাছে আছে ৪ হাজার সিনেমা ও ১৭ হাজার ঘণ্টার টিভি অনুষ্ঠান। রকি, মুনস্ট্যাক, দ্য সাইল্যান্স অব ল্যাম্বসের মতো ক্ল্যাসিক মুভি তৈরি করেও নাম কামিয়েছে এমজিএম।
এগিয়ে গেল প্রতিযোগিতায়
টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির মালিকানাধীন ওয়ার্নার মিডিয়া এবং ডিসকভারি মিলে ৪ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একক প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে আমাজন এই চুক্তির ঘোষণা দিল। আমাজনের প্রাইম সেবা এখন নানামুখী প্রতিযোগীর সঙ্গে বাজারে লড়াই করছে।
এর মধ্যে সবচেয়ে বড় প্রতিযোগী নেটফ্লিক্স, ডিজনি প্লাস এবং অ্যাপল টিভি। রয়টার্স লিখেছে, ‘এতে “সুপার চার্জ” হবে বেজোসের প্রতিষ্ঠানটি।’ শুধু চলচ্চিত্র নয়, অ্যামাজন সরাসরি খেলা সম্প্রচারেও সাম্প্রতিক সময় বড় ধরনের বাজি ধরছে। এ জন্য মার্কিন ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএলের সঙ্গে প্রতিবছর এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে।
তা ছাড়া জনপ্রিয় চরিত্রগুলোর খনি বলা চলে এমজিএমকে। এই চুক্তির মাধ্যমে মেধাস্বত্বের অধিকার পাওয়ায় তা কাজে লাগিয়ে এগুলোকে কেন্দ্র করে নতুন শো বা চলচ্চিত্র নিমার্ণ করেও আমাজনপ্রাইম দর্শক টানতে পারবে।
ঢাকা: বিনোদন দুনিয়ার হালচাল বদলে যাচ্ছে রাতারাতি। করোনা মহামারিতে এই বদলে যাওয়ায় লেগেছে নতুন হাওয়া। মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে। বন্ধ সিনেমা হল, সিনেপ্লেক্স। হলিউড ছবির বাজারে মন্দা যাচ্ছে, কমে যাচ্ছে প্রযোজকদের আয়। এই সুযোগে ওত পেতে থাকা ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন জেগে উঠেছে সজোরে। তার সাড়াও মিলেছে বেশ। মানুষের চোখ হাতে রাখা মোবাইলফোন সেট কিংবা ঘরের স্মার্ট টিভিতে। ইচ্ছে হলেই ঢুঁ মেরে আসছেন নেটফ্লিক্স, আমাজন, মুবি, ডিজনি প্লাস থেকে।
বিনোদনের আগামী দুনিয়া যে আপনার হাতের মুঠোর স্ক্রিনেই। স্ট্রিমিং সার্ভিসে শুধু নতুন সিনেমা যুক্ত হচ্ছে তা নয়, ব্র্যান্ডগুলো পুরোনো সিনেমা ও টিভি শোর সংগ্রহ বাড়াচ্ছে। এই ট্রেন্ডের জন্যই গত সপ্তাহে মার্কিন মিডিয়া কোম্পানি এটিঅ্যান্ডটি ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে ওয়ার্নার মিডিয়ার সঙ্গে এবং ডিসকভারির সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ সপ্তাহে আমাজন মালিকানায় গেল হলিউডের বিখ্যাত ফিল্ম স্টুডিও মেট্রো গোল্ডউইন মেয়ার বা এমজিএম।
চুক্তি হলো যেভাবে
এমজিএম স্টুডিওর মালিক প্রতিষ্ঠান এমজিএম হোল্ডিংস গত বছর থেকেই স্টুডিওর জন্য ক্রেতা খুঁজছিল। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই স্টুডিও এর লোগো এবং সিংহ গর্জনের প্রতীকের মাধ্যমেই অনেকের কাছে পরিচিত। মালিকানা হাতবদলে আমাজনকে গুনতে হচ্ছে ৮৪৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭১ হাজার ৮২৫ কোটি টাকার সমপরিমাণ।
হলিউডের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এমজিএম স্টুডিও থেকে আসা চলচ্চিত্রের তালিকায় ক্ল্যাসিক বলে বিবেচিত ‘সাম লাইক ইট হট’ বা ‘সিংগিং ইন দ্য রেইনে’র পাশাপাশি এসেছে জেমস বন্ড সিরিজের মতো ব্যবসাসফল ফ্রাঞ্চাইজি। এই বিক্রির ফলে আমাজনের প্রাইম স্ট্রিমিং সেবা এমজিএমের পুরোনো ক্যাটালগের এক বিশাল সম্ভার হাতে পাবে।
চুক্তির ফলে আমাজনের প্রাইম ভিডিওর তালিকায় যোগ হবে প্রায় চার হাজার চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে জেমস বন্ড সিরিজ এবং প্রায় ১৭ হাজার টেলিভিশন অনুষ্ঠান।
এমজিএমের বেহাল দশা
এমজিএম করোনাভাইরাসের কারণে গত বছর নতুন কোনো ছবি মুক্তি দিতে পারেনি। এর মধ্যে কয়েকবার পিছিয়ে গেছে জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’–এর কাজ। ৯৭ বছরের চলচ্চিত্র ও টিভি স্টুডিওটি অনেক দিন থেকেই একটু একটু করে বিক্রি হচ্ছিল।
১৯৮৬ সালের আগের বানানো চলচ্চিত্র ও টিভি শোর বড় অংশ কিনেছে সনি পিকচার ও ওয়ার্নার ব্রাদার্স (যাদের হাতে রয়েছে সিংগিং ইন দ্য রেইন, দ্য উইজার্ড অব ওজ, গান উইথ দ্য উইন্ড–এর মতো চলচ্চিত্র)।
এমজিএম এর হতাশাকেই নিজেদের জন্য সুযোগ হিসেবে বেছে নেন জেফ বেজোস। অন্য ক্রেতাদের মধ্যে অ্যাপল, কমকাস্ট, এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাসের মতো বড় ব্র্যান্ডও ছিল। এর আগে ২০১৬ সালে চীনা এক কোম্পানি ৮০০ কোটি ডলারে এমজিএম কিনতে চেয়েছিল। চুক্তি প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সব বদলে যায়।
এমজিএম ঝুলি
এমজিএম হলো একটি আইকনিক মুভি স্টুডিও, যা হলিউডের জেমস বন্ড সিরিজটি দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে। শুধু জনপ্রিয় এই মুভি সিরিজ নয়, ১৯২৪ সালে মার্কাস লো ও লুইস বি মায়ার প্রতিষ্ঠিত পুরোনো স্টুডিওটির ঝুলিতে দর্শকপ্রিয় ফারগো, ভাইকিংস ও শার্ক ট্যাংকের মতো টিভি শো রয়েছে।
এপিক্স কেব্ল চ্যানেলেরও মালিক এমজিএম। প্রায় ১০ দশক ধরে এমজিএম স্টুডিওর কাছে হলিউডের সোনালি দিন থেকে বর্তমান পর্যন্ত অনেক ব্লকবাস্টার মুভি ও টিভি শো রয়েছে। বেন-হুর, দ্যা উইজার্ড অব ওজসহ বিখ্যাত অনেক মুভিই বানিয়েছে তারা।
গন উইথ দ্য উইন্ড, থেলমা অ্যান্ড লুইস, হবিট ফ্র্যাঞ্চাইজির মতো বহু জনপ্রিয় মুভির নির্মাতা এমজিএম। অনেক ক্ল্যাসিক মুভি ও টিভি শোসহ স্টুডিওটির কাছে আছে ৪ হাজার সিনেমা ও ১৭ হাজার ঘণ্টার টিভি অনুষ্ঠান। রকি, মুনস্ট্যাক, দ্য সাইল্যান্স অব ল্যাম্বসের মতো ক্ল্যাসিক মুভি তৈরি করেও নাম কামিয়েছে এমজিএম।
এগিয়ে গেল প্রতিযোগিতায়
টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির মালিকানাধীন ওয়ার্নার মিডিয়া এবং ডিসকভারি মিলে ৪ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একক প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে আমাজন এই চুক্তির ঘোষণা দিল। আমাজনের প্রাইম সেবা এখন নানামুখী প্রতিযোগীর সঙ্গে বাজারে লড়াই করছে।
এর মধ্যে সবচেয়ে বড় প্রতিযোগী নেটফ্লিক্স, ডিজনি প্লাস এবং অ্যাপল টিভি। রয়টার্স লিখেছে, ‘এতে “সুপার চার্জ” হবে বেজোসের প্রতিষ্ঠানটি।’ শুধু চলচ্চিত্র নয়, অ্যামাজন সরাসরি খেলা সম্প্রচারেও সাম্প্রতিক সময় বড় ধরনের বাজি ধরছে। এ জন্য মার্কিন ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএলের সঙ্গে প্রতিবছর এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে।
তা ছাড়া জনপ্রিয় চরিত্রগুলোর খনি বলা চলে এমজিএমকে। এই চুক্তির মাধ্যমে মেধাস্বত্বের অধিকার পাওয়ায় তা কাজে লাগিয়ে এগুলোকে কেন্দ্র করে নতুন শো বা চলচ্চিত্র নিমার্ণ করেও আমাজনপ্রাইম দর্শক টানতে পারবে।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১২ মিনিট আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১৭ মিনিট আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগে