বিনোদন ডেস্ক
ঢাকা: জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ হলিউডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পর সারা বিশ্বে হইচই ফেলে দেয় সিনেমাটি। ‘জোকার’কে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শক-সমালোচক।
‘জোকার’ই হলিউডের ইতিহাসে প্রথম ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা, যেটি সারা বিশ্বে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিশ্ব সিনেমায় চীন খুবই গুরুত্বপূর্ণ বাজার। ‘জোকার’কে চীনের সীমানায় ঢুকতেই দেয়নি দেশটি। চীনে প্রদর্শন না করেই বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করা বড় ব্যাপার।
৪ অক্টোবর মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউর ছড়াছড়ি ছিল সমালোচক মহলে। এমনকি যুক্তরাষ্ট্রে ‘জোকার’–এর প্রিমিয়ারের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায়। কিন্তু তার পরও সদলবলে সিনেমাটি দেখেছে দর্শক। সিনেমাটি ছিনিয়ে এনেছে অস্কার।
সিনেমাটি বানিয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক টড ফিলিপস। ‘জোকার’–এর সিক্যুয়েল হবে। তবে সেখানে পরিচালক তিনিই থাকবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি হয়েছে টড ফিলিপসের।
তবে ‘জোকার ২’ পরিচালনার জন্য নয়, চুক্তি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য লেখার জন্য। ‘জোকার’–এর প্রথম পর্বের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তাঁর সহযোগী লেখক হিসেবে ছিলেন স্কট সিলভার। কিন্তু দ্বিতীয় মৌসুমে এসে স্কটের থাকার খবর পাওয়া যায়নি এখনো।
মাতৃভক্ত একজন কৌতুকাভিনেতা কী করে ভয়ংকর খলনায়কে পরিণত হলেন, হলেন ব্যাটম্যানের চিরশত্রু, সেটাই ‘জোকার’–এর গল্প। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পের শাখা-প্রশাখা মেলতে পারে অন্যদিকে। শোনা যাচ্ছে, নতুন জোকারে শুধু আর্থার ক্লার্ক নয়; থাকবে মোট চারটি জোকারের চরিত্র।
দেখে নিন ‘জোকার’ এর ট্রেলার:
ঢাকা: জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ হলিউডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পর সারা বিশ্বে হইচই ফেলে দেয় সিনেমাটি। ‘জোকার’কে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শক-সমালোচক।
‘জোকার’ই হলিউডের ইতিহাসে প্রথম ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা, যেটি সারা বিশ্বে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিশ্ব সিনেমায় চীন খুবই গুরুত্বপূর্ণ বাজার। ‘জোকার’কে চীনের সীমানায় ঢুকতেই দেয়নি দেশটি। চীনে প্রদর্শন না করেই বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করা বড় ব্যাপার।
৪ অক্টোবর মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউর ছড়াছড়ি ছিল সমালোচক মহলে। এমনকি যুক্তরাষ্ট্রে ‘জোকার’–এর প্রিমিয়ারের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায়। কিন্তু তার পরও সদলবলে সিনেমাটি দেখেছে দর্শক। সিনেমাটি ছিনিয়ে এনেছে অস্কার।
সিনেমাটি বানিয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক টড ফিলিপস। ‘জোকার’–এর সিক্যুয়েল হবে। তবে সেখানে পরিচালক তিনিই থাকবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি হয়েছে টড ফিলিপসের।
তবে ‘জোকার ২’ পরিচালনার জন্য নয়, চুক্তি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য লেখার জন্য। ‘জোকার’–এর প্রথম পর্বের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তাঁর সহযোগী লেখক হিসেবে ছিলেন স্কট সিলভার। কিন্তু দ্বিতীয় মৌসুমে এসে স্কটের থাকার খবর পাওয়া যায়নি এখনো।
মাতৃভক্ত একজন কৌতুকাভিনেতা কী করে ভয়ংকর খলনায়কে পরিণত হলেন, হলেন ব্যাটম্যানের চিরশত্রু, সেটাই ‘জোকার’–এর গল্প। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পের শাখা-প্রশাখা মেলতে পারে অন্যদিকে। শোনা যাচ্ছে, নতুন জোকারে শুধু আর্থার ক্লার্ক নয়; থাকবে মোট চারটি জোকারের চরিত্র।
দেখে নিন ‘জোকার’ এর ট্রেলার:
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
২ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
২ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
২ ঘণ্টা আগে