ঢাকা: ২০১৮ সালে মুক্তি পায় ‘আ কোয়ায়েট প্লেস’। হরর সিনেমা। তবে আর দশটা ভৌতিক গল্পের মতো নয়। বরং ভয়ের আবহের আড়ালে মানবিকতার গল্পই বলে ‘আ কোয়ায়েট প্লেস’। তাই দর্শকদের কাছে ছবিটির আবেদন অন্য রকম। মুক্তির পর থেকেই দর্শকদের চাওয়া ছিল দ্বিতীয় পর্বের।
গত বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আ কোয়ায়েট প্লেস’–এর সিক্যুয়েল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত দিনের এক বছরেরও বেশি সময় পর এসেছে ছবিটি। এসেই যথারীতি বাজার মাত করেছে। প্রাণ ফিরিয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক থেকে সমালোচক- সব মহলেই এ ছবির জয়জয়কার।
মুক্তির প্রথম দিনেই ‘আ কোয়ায়েট প্লেস’ আয় করেছে ২ কোটি ডলারেরও বেশি। প্রথম তিন দিনে আয় ৫ কোটি ডলার। মহামারির মধ্যে এটিই কোনো ছবির তিন দিনে সর্বোচ্চ আয়। এর আগে ‘গডজিলা ভার্সেস কং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৩ কোটি ২ লাখ ডলার।
প্যারামাউন্ট পিকচারসের ব্যানারে নির্মিত হয়েছে ‘আ কোয়ায়েট প্লেস’। বানিয়েছেন জন ক্র্যাসিনস্কি। সিক্যুয়েলটি নির্মাণে খরচ হয়েছে ৬১ মিলিয়ন ডলার। প্রথম পর্বের মতো সিক্যুয়েলেও অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস, নোয়া জুপ, সিলিয়ান মারফি ও জিমস হানসো।
ঢাকা: ২০১৮ সালে মুক্তি পায় ‘আ কোয়ায়েট প্লেস’। হরর সিনেমা। তবে আর দশটা ভৌতিক গল্পের মতো নয়। বরং ভয়ের আবহের আড়ালে মানবিকতার গল্পই বলে ‘আ কোয়ায়েট প্লেস’। তাই দর্শকদের কাছে ছবিটির আবেদন অন্য রকম। মুক্তির পর থেকেই দর্শকদের চাওয়া ছিল দ্বিতীয় পর্বের।
গত বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আ কোয়ায়েট প্লেস’–এর সিক্যুয়েল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত দিনের এক বছরেরও বেশি সময় পর এসেছে ছবিটি। এসেই যথারীতি বাজার মাত করেছে। প্রাণ ফিরিয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক থেকে সমালোচক- সব মহলেই এ ছবির জয়জয়কার।
মুক্তির প্রথম দিনেই ‘আ কোয়ায়েট প্লেস’ আয় করেছে ২ কোটি ডলারেরও বেশি। প্রথম তিন দিনে আয় ৫ কোটি ডলার। মহামারির মধ্যে এটিই কোনো ছবির তিন দিনে সর্বোচ্চ আয়। এর আগে ‘গডজিলা ভার্সেস কং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৩ কোটি ২ লাখ ডলার।
প্যারামাউন্ট পিকচারসের ব্যানারে নির্মিত হয়েছে ‘আ কোয়ায়েট প্লেস’। বানিয়েছেন জন ক্র্যাসিনস্কি। সিক্যুয়েলটি নির্মাণে খরচ হয়েছে ৬১ মিলিয়ন ডলার। প্রথম পর্বের মতো সিক্যুয়েলেও অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস, নোয়া জুপ, সিলিয়ান মারফি ও জিমস হানসো।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৪ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৫ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৬ ঘণ্টা আগে