ঢাকা: ২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।
বিচ্ছেদ, সংসার, সন্তান সামলানো মিলিয়ে তখন বেশ বিপর্যস্ত ছিলেন। ওই সময় সিনেমাটি তাঁকে যেন অনেকটাই উদ্ধার করে। হ্যানার চরিত্র তাঁকে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। বলছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘এ সিনেমায় অভিনয় করা ছিল খুব ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগত দুঃখ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম। চরিত্রটি আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’
১৪ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এসেছে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বক্স অফিসের পরিস্থিতি তেমন ভালো নয়। দেশটিতে এখনো ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। দর্শক এখনো ব্যাপকভাবে সিনেমা হলে ফেরেনি। এই অবস্থা কাঁধে নিয়ে মুক্তি পাওয়া ‘দোজ হু উইশ মি ডেড’ যে তুমুল ব্যবসাসফল হবে না, সেই ইঙ্গিত দিয়েছিলেন অনেক বিশ্লেষকই। তবে জোলির কাছে এটা ‘অ্যাকশন থ্রিলার’ হিসেবে বেশ ভালো মানের ছবি।
দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার ট্রেলার:
‘দোজ হু উইশ মি ডেড’ বানিয়েছেন টেইলর শেরিডান। অ্যাকশন-থ্রিলার নির্মাতা হিসেবে বেশ নাম তাঁর। জনপ্রিয় ‘সিকারিও’ সিরিজের দুই সিনেমার চিত্রনাট্যকার তিনি। ২০১৭ সালে বানিয়েছিলেন ‘উইন্ড রিভার’। ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় জোলি ছাড়াও আছেন নিকোলাস হল্ট, অ্যাডাম গিলেন, জ্যাক ওয়েবারের মতো অভিনেতারা। একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিকোলাস কেজেরও, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে যান।
‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার প্রধান চরিত্র হ্যানাকে যেতে হয় ভীষণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে। বনে আগুন নেভানোর সময় তার চোখের সামনেই মারা যায় তিন তরুণ। মানসিকভাবে ভেঙে পড়ে হ্যানা। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে অন্যত্র বদলি করা হয়। সেখানেই দানা বাঁধে সিনেমার মূল গল্প।
‘দোজ হু উইশ মি ডেড’ করার পর জোলি বুঝেছেন অভিনয় করলেই তিনি ভালো থাকতে পারেন। তাই ঠিক করেছেন পর্দায় নিয়মিত হবেন। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মার্ভেলের সিনেমা ‘ইটারনালস’–এ। এতে তিনি প্রথমবারের মতো সুপারহিরো চরিত্র করেছেন। ডিসেম্বরেই ‘ইটারনালস’ মুক্তি পাওয়ার কথা।
ঢাকা: ২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।
বিচ্ছেদ, সংসার, সন্তান সামলানো মিলিয়ে তখন বেশ বিপর্যস্ত ছিলেন। ওই সময় সিনেমাটি তাঁকে যেন অনেকটাই উদ্ধার করে। হ্যানার চরিত্র তাঁকে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। বলছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘এ সিনেমায় অভিনয় করা ছিল খুব ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগত দুঃখ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম। চরিত্রটি আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’
১৪ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এসেছে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বক্স অফিসের পরিস্থিতি তেমন ভালো নয়। দেশটিতে এখনো ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। দর্শক এখনো ব্যাপকভাবে সিনেমা হলে ফেরেনি। এই অবস্থা কাঁধে নিয়ে মুক্তি পাওয়া ‘দোজ হু উইশ মি ডেড’ যে তুমুল ব্যবসাসফল হবে না, সেই ইঙ্গিত দিয়েছিলেন অনেক বিশ্লেষকই। তবে জোলির কাছে এটা ‘অ্যাকশন থ্রিলার’ হিসেবে বেশ ভালো মানের ছবি।
দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার ট্রেলার:
‘দোজ হু উইশ মি ডেড’ বানিয়েছেন টেইলর শেরিডান। অ্যাকশন-থ্রিলার নির্মাতা হিসেবে বেশ নাম তাঁর। জনপ্রিয় ‘সিকারিও’ সিরিজের দুই সিনেমার চিত্রনাট্যকার তিনি। ২০১৭ সালে বানিয়েছিলেন ‘উইন্ড রিভার’। ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় জোলি ছাড়াও আছেন নিকোলাস হল্ট, অ্যাডাম গিলেন, জ্যাক ওয়েবারের মতো অভিনেতারা। একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিকোলাস কেজেরও, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে যান।
‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার প্রধান চরিত্র হ্যানাকে যেতে হয় ভীষণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে। বনে আগুন নেভানোর সময় তার চোখের সামনেই মারা যায় তিন তরুণ। মানসিকভাবে ভেঙে পড়ে হ্যানা। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে অন্যত্র বদলি করা হয়। সেখানেই দানা বাঁধে সিনেমার মূল গল্প।
‘দোজ হু উইশ মি ডেড’ করার পর জোলি বুঝেছেন অভিনয় করলেই তিনি ভালো থাকতে পারেন। তাই ঠিক করেছেন পর্দায় নিয়মিত হবেন। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মার্ভেলের সিনেমা ‘ইটারনালস’–এ। এতে তিনি প্রথমবারের মতো সুপারহিরো চরিত্র করেছেন। ডিসেম্বরেই ‘ইটারনালস’ মুক্তি পাওয়ার কথা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে