Ajker Patrika

ভারতে দেখা যাচ্ছে হানিয়া আমির, মাওরা হোসেনকে!

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮: ২২
জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও মাওরা হোসেন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও মাওরা হোসেন। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ভারত। এসব অ্যাকাউন্ট আবারও ভারতে চালু হতে শুরু করেছে। তবে ভারত সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ঘোষণা এখনো আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার জেরে ভারত সরকার বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। এর মধ্যে আছেন সাবা কামার, মাওরা হোসেন, আহাদ রাজা মীর, হানিয়া আমির, ইয়ামনা জাইদি ও দানিশ তাইমুরের মতো জনপ্রিয় নাম।

নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে ছিল সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আরও ছিল দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা।

জানা গেছে, আজ বুধবার (২ জুলাই) থেকে ভারতে আবার এসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে।

সে সময় ভারত সরকারের বিভিন্ন সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল, পেহেলগাম হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক এবং সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। তাই এসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়।

ভারতে নিষিদ্ধ এই চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার তথা গ্রাহকসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৩০ লাখ। নিষেধাজ্ঞার পর অনেক ভারতীয় ব্যবহারকারী ভিপিএন পরিষেবার মাধ্যমে পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রবেশ শুরু করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত