Ajker Patrika

একসঙ্গে থাকতে শুরু করেছেন ব্র্যাড পিট ও ইনেস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০০: ৩৯
ব্র্যাড পিট ও ইনেস দে র‍্যামন। ছবি: দ্য পিপল
ব্র্যাড পিট ও ইনেস দে র‍্যামন। ছবি: দ্য পিপল

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট গত তিন বছর ধরেই নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর বর্তমান প্রেমিকা ইনেস দে র‍্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।

পিপল ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, এই প্রেমিকযুগল এখন ‘পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন’ এবং সম্প্রতি তাঁরা নতুন একটি বাড়িতে উঠেছেন।

সূত্রটি বলেছে, ‘ব্র্যাড এখন সব ভ্রমণ পরিকল্পনায় ইনেসকে অন্তর্ভুক্ত করছেন। যখন তাঁরা বাড়িতে থাকেন, তখন একসঙ্গে সময় কাটান। আর নিজেদের ঘরটাকে তাঁরা ঘরের মতো করে সাজাচ্ছেন।’

২০২২ সালে এই দুজনের প্রেমের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন। চলতি বছর ৬১ বছর বয়সী পিটের সঙ্গে তাঁর ‘ফর্মুলা ওয়ান’ প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ছিলেন ৩২ বছরের জুয়েলারি ডিজাইনার ইনেস।

পিপলকে আরেকটি সূত্র বলেছে, ‘তাঁরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী। সম্পর্কটি এখন বেশ দৃঢ়। ব্র্যাড এখন সত্যিই ভালোবাসায় পূর্ণ ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’

গত জুনে নিউইয়র্কে চলচ্চিত্রটির প্রিমিয়ারে ইনেসের উপস্থিতি নিয়ে একটি সূত্র বলেছিল, ‘ব্র্যাডের পাশে ইনেসকে পাওয়া তাঁর কাছে বিশেষ কিছু ছিল। ইনেস খুব সহায়ক, কোনো নাটকীয়তা নেই, সম্পর্কটাও সুন্দরভাবে এগোচ্ছে।’

এ ছাড়া গত আগস্টে পিটের মা জেন ইটা পিট ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করলে ইনেস তাঁর পাশে থেকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন।

সম্প্রতি ব্র্যাড পিট তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি বিক্রি করেছেন। ২০২৩ সালে ৫.৫ মিলিয়ন ডলারে এই বাড়িটি কিনেছিলেন পিট। বাড়িটিতে চলতি বছরের জুনে চুরির ঘটনা ঘটে। তবে বিক্রির প্রক্রিয়া তখনো চলছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত