Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো হোক

শাহ মুনতাসির হোসেন মিহান
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৩
বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো হোক

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চালু করে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বসার জায়গা সংকুলান হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত বাস নেই।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ শহরের মেসে থাকেন। ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থী বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীরা ঝুলতে ঝুলতে বিপজ্জনকভাবে বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ চলন্ত বাসে দ্রুত উঠতে একটুও ভ্রুক্ষেপ করেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের। তা ছাড়া বাসগুলো ফিটনেসবিহীন। তারপরও দিব্যি চলছে। তাই ঝুঁকির মাত্রা আরও বাড়ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে দুটি নতুন বাস যুক্ত করেছে শিক্ষার্থীদের জন্য। তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি নতুন বাস যুক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরাও যেন ঝুঁকি নিয়ে বাসে না ওঠেন, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।  

শাহ মুনতাসির হোসেন মিহান, শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত