ময়মনসিংহ প্রতিনিধি
৩৩ দিন পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবগুলো আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে হলগুলো খুলে দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হল খোলার সিদ্ধান্ত জানানো হয়।
বহিরাগতদের হামলাসহ অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৩১ আগস্ট রাতে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস–পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত এবং শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী আজকের পত্রিকাকে বলেন, আজকে (শুক্রবার) হল খুলেছে। আগামী রোববার থেকে ক্লাস শুরু। আবারও পুরোদমে শুরু হবে কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে ছয়টি ফ্যাকাল্টি রয়েছে। প্রতি ফ্যাকাল্টিতে একজন করে ডিন আছেন। তাঁরাই শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করবেন—কীভাবে ক্ষতি পোষানো যায়।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীদের সমন্বিত ডিগ্রির দাবিতে গত ৩১ আগস্ট বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় কম্বাইন্ড ডিগ্রির পরিবর্তে তিনটি ডিক্রি চালু করার সিদ্ধান্ত হয়। এরপর প্রায় ৮ ঘণ্টা ২৫১ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা করে শিক্ষকদের ছাড়িয়ে নেয়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। পরে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে।
এরপর সংকট নিরসনে বেশ কয়েক দফা আলোচনা করলেও তা ফলপ্রসূ হয়নি। সবশেষ প্রক্টর ও শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আন্দোলন থেকে সরে যান শিক্ষার্থীরা। যেখানে সমন্বিত ডিগ্রি চালু করার সিদ্ধান্ত মেনে নেওয়াসহ বাকৃবির তদন্ত কমিটিতে যেন কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হন—দুপক্ষের একমতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
জানতে চাইলে কৃষি অনুষদের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী নাজিয়া তাবাসসুম বলেন, ‘এক মাসেরও অধিক সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখন পড়ার টেবিলে ফিরব শুনতে ভালো লাগছে। তাই বাড়ি থেকে চলে আসছি। এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি আর না হোক।’
৩৩ দিন পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবগুলো আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে হলগুলো খুলে দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হল খোলার সিদ্ধান্ত জানানো হয়।
বহিরাগতদের হামলাসহ অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৩১ আগস্ট রাতে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস–পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত এবং শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী আজকের পত্রিকাকে বলেন, আজকে (শুক্রবার) হল খুলেছে। আগামী রোববার থেকে ক্লাস শুরু। আবারও পুরোদমে শুরু হবে কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে ছয়টি ফ্যাকাল্টি রয়েছে। প্রতি ফ্যাকাল্টিতে একজন করে ডিন আছেন। তাঁরাই শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করবেন—কীভাবে ক্ষতি পোষানো যায়।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীদের সমন্বিত ডিগ্রির দাবিতে গত ৩১ আগস্ট বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় কম্বাইন্ড ডিগ্রির পরিবর্তে তিনটি ডিক্রি চালু করার সিদ্ধান্ত হয়। এরপর প্রায় ৮ ঘণ্টা ২৫১ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা করে শিক্ষকদের ছাড়িয়ে নেয়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। পরে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে।
এরপর সংকট নিরসনে বেশ কয়েক দফা আলোচনা করলেও তা ফলপ্রসূ হয়নি। সবশেষ প্রক্টর ও শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আন্দোলন থেকে সরে যান শিক্ষার্থীরা। যেখানে সমন্বিত ডিগ্রি চালু করার সিদ্ধান্ত মেনে নেওয়াসহ বাকৃবির তদন্ত কমিটিতে যেন কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হন—দুপক্ষের একমতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
জানতে চাইলে কৃষি অনুষদের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী নাজিয়া তাবাসসুম বলেন, ‘এক মাসেরও অধিক সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখন পড়ার টেবিলে ফিরব শুনতে ভালো লাগছে। তাই বাড়ি থেকে চলে আসছি। এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি আর না হোক।’
আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও অবৈধভাবে আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
১ দিন আগেগণতান্ত্রিক ছাত্রসংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘ফিলিস্তিনের গাজায় মানুষের যে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সে জন্য বিভিন্ন দেশের মানুষ নৌকাভর্তি খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছে। অথচ সেই ফ্লোটিলার ওপর ইসরায়েলের সামরিক বাহিনী হামলা ও অধিকারকর্মীদের আটক করেছে।
১ দিন আগেআন্তর্জাতিক অঙ্গনে দেশের আইন শিক্ষার্থীদের সাফল্য এখন আর বিরল কোনো ঘটনা নয়। তবু প্রতিটি অর্জন দেশের জন্য নিয়ে আসে ভিন্ন মাত্রা। সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) আইন বিভাগের শিক্ষার্থী ঐশী উজ্জামান ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় ‘সে
১ দিন আগেডেনমার্কে ডেনিশ সরকারি বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ইইউভুক্ত নয়, যেকোনো শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটিতে অর্থায়ন করবে ডেনিশ সরকার। বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে