Ajker Patrika

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের অভিযান ও অধিকারকর্মীদের আটকের নিন্দা গণতান্ত্রিক ছাত্রসংসদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার আয়োজিত সংহতি সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার আয়োজিত সংহতি সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের দুর্ভিক্ষকবলিত গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও নৌবহরে থাকা শতাধিক অধিকারকর্মীকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সংহতি সমাবেশে এই নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বের হয়, যা শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান দেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা-কর্মীরা।

গণতান্ত্রিক ছাত্রসংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘ফিলিস্তিনের গাজায় মানুষের যে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সে জন্য বিভিন্ন দেশের মানুষ নৌকাভর্তি খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছে। অথচ সেই ফ্লোটিলার ওপর ইসরাইলের সামরিক বাহিনী হামলা ও অধিকারকর্মীদের আটক করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। স্বাধীনতাকামী ফিলিস্তিনি মানুষদের সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য ফুয়াদ হাসান বলেন, ‘বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। একটি হলো সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে; অন্যদিকে বিবেকবোধহীনতা। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধে বিশ্বের বিবেকবোধহীন রাষ্ট্রগুলো জেগে উঠতে পারেনি। এ অবস্থায় মানবিক সহায়তা ও প্রতিরোধের প্রতীক হয়ে যাত্রা শুরু করা সুমুদ ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের লড়াইয়ের পাশে থাকার বার্তা দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ ফিলিস্তিনের মুক্তির দাবি নিয়ে যাত্রা করা উচিত।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লির সংকটকালে ভারতীয়-আমেরিকানদের বিস্ময়কর নীরবতা

শুধু ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

জনসংখ্যার সংকট, তারপরও বিদেশিদের প্রতি ঘৃণা এখন তীব্র জাপানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত