বিভুরঞ্জন সরকার
গত বছর ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কামাল লোহানী। একজন দ্রোহী মানুষ হিসেবে যিনি পরিচিতি অর্জন করেছিলেন। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন সাম্যসাধনায়। তাই অসাম্য, বৈষম্য, অন্যায্যতার বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার, প্রতিবাদী। তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৫ জুন ১৯৩৪ সালে। তখনো ব্রিটিশরা ভারত শাসন করছে। তবে ব্রিটিশবিরোধী আন্দোলন তখন জোরদার হয়েছে। তিনি বেড়ে উঠতে না উঠতেই ভারত ভাগ হলো। একটি স্বাধীন দেশ পেলেও বাঙালি প্রকৃত অর্থে মুক্তি পেল না। বাঙালির মুক্তির সংগ্রামের সঙ্গে এবং সেই সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্যদিয়ে যে কামাল লোহানীর বেড়ে ওঠা, সেই কামাল লোহানীর তো প্রতিবাদী মানুষই হওয়ার কথা।
তাঁর জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বেঁচে ছিলেন ৮৫ বছর। জীবনের শেষদিকে তিনি নানা রোগে ভুগছিলেন। তারপরও বলা যায়, তিনি দীর্ঘ জীবনই পেয়েছেন। আর এই পুরো জীবন তিনি নিবেদন করেছিলেন মুক্তির সংগ্রামে। ১৯৫২ সালে তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ভাষা-আন্দোলনে অংশগ্রহণের মধ্যদিয়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। একাধিকবার তাঁকে কারাগারে যেতে হয়েছে। জেলেই পরিচয় ঘটেছে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ অনেক রাজনৈতিক নেতার সঙ্গে। এর মধ্যে অনেক কমিউনিস্ট নেতাও ছিলেন। বামপন্থাই কামাল লোহানীকে প্রভাবিত করেছিল।
তাঁর মৃত্যুর পর জানলাম তিনি কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য ছিলেন। আমি নিজে প্রায় ২০ বছর কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। তখন অবশ্য কামাল লোহানীকে কমিউনিস্ট পার্টির কোনো কার্যক্রমের সঙ্গে দেখিনি। তার মানে, সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর অনেকে যখন সিপিবি ছেড়েছেন, কামাল লোহানী তখন সিপিবির সদস্য হয়েছেন।
সেই হিসাবে তাঁকে দুঃসময়ের কান্ডারি বলা যায়।
সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একাধিক পত্রিকায় বিভিন্ন পদমর্যাদায় কাজ করেছেন। সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আবার অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের দাবি-দাওয়া নিয়ে লড়াকু ভূমিকাও পালন করেছেন।
তিনি ভাসানী ন্যাপের রাজনীতিতে কিছুদিন সক্রিয় ছিলেন। তবে পিকিংপন্থী বলতে যা বোঝায় তিনি তা ছিলেন না। তিনি ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন, সংবাদ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়বার্তা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার কণ্ঠেই প্রচারিত হয়েছিল।
তাঁর জীবনের একটি মুহূর্তও নিষ্ক্রিয়তায় কাটেনি। কত সংগঠন এবং কত ধরনের কাজে যে তিনি অংশ নিয়েছেন, তার হিসাব তিনি নিজেও রেখেছিলেন কি না সন্দেহ। সাংবাদিকতা ছাড়া সংস্কৃতি ছিল তাঁর বিচরণের একটি বড় ক্ষেত্র। নিজে বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্য বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মঞ্চে অভিনয় করেছেন। আবার খ্যাতনামা সব সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। ছায়ানটের সাধারণ সম্পাদক, উদীচীর সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ‘ক্রান্তি’ নামক একটি সাংস্কৃতিক সংগঠন তিনি নিজে গড়ে তুলেছিলেন।
শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক পদেও কামাল লোহানী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার পুরো নাম বেশ বড়। আবু নইম মুহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। নাম সংক্ষিপ্ত করে কামাল লোহানী করলেও নিজের কর্মকাণ্ড কিন্তু ক্রমাগত প্রসারিত করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তিনি নিরলস কাজ করেছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বয়স তাকে তার কর্মতৎপরতা থেকে বিরত রাখতে পারেনি। অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সভা-সমাবেশে সফেদ পাঞ্জাবি পরিহিত কামাল লোহানীর উপস্থিতি ছিল অন্যদের কাছে অনুপ্রেরণার।
সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।
১৯৬০ সালে তিনি চাচাতো বোন দীপ্তি লোহানীকে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা ও এক পুত্রসন্তান। ফতেহ লোহানী ও ফজলে লোহানী তাঁর চাচাতো ভাই।
কয়েক দশক ধরে দেশের সংস্কৃতি, সাংবাদিকতা এবং রাজনীতির জগতে সক্রিয় কামাল লোহানী কয়েকটি বই লিখেছেন। সংবাদপত্রে অসংখ্য কলাম লিখেছেন। তার লেখা গ্রন্থগুলো হলো: আমরা হারবো না, সত্যি কথা বলতে কী, যেন ভুলে না যাই, মুক্তি সংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধ আমার অহংকার, এ দেশ আমার গর্ব, আমাদের সংস্কৃতি ও সংগ্রাম, লড়াইয়ের গান, দ্রোহে প্রেমে কবিতার মতো ও শব্দের বিদ্রোহ।
কামাল লোহানী চলে গেছেন। তিনি আর ফিরবেন না। মৃত্যুর পর তাঁকে নিয়ে আমরা যারা আদিখ্যেতা করছি, যারা বলছি আমরা তাঁকে ভুলব না–তারা কি আসলে ঠিক বলছি? আমরা কতজন তাঁর লেখা বইগুলো পড়েছি? তিনি নেই। বইগুলো আছে। বইয়ের মধ্যে তিনি তার আদর্শ, চেতনা, বিশ্বাস এবং অঙ্গীকারের কথা লিখে গেছেন। আছে মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য, বিশ্বস্ত বয়ান।
কামাল লোহানীকে শ্রদ্ধা জানানো এবং মনে রাখার বড় উপায় হলো তার গ্রন্থপাঠ। তাঁর মতো হওয়া কঠিন; কিন্তু হওয়ার চেষ্টা করা তো যেতে পারে।
লেখক: সহকারী সম্পাদক আজকের পত্রিকা
গত বছর ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কামাল লোহানী। একজন দ্রোহী মানুষ হিসেবে যিনি পরিচিতি অর্জন করেছিলেন। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন সাম্যসাধনায়। তাই অসাম্য, বৈষম্য, অন্যায্যতার বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার, প্রতিবাদী। তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৫ জুন ১৯৩৪ সালে। তখনো ব্রিটিশরা ভারত শাসন করছে। তবে ব্রিটিশবিরোধী আন্দোলন তখন জোরদার হয়েছে। তিনি বেড়ে উঠতে না উঠতেই ভারত ভাগ হলো। একটি স্বাধীন দেশ পেলেও বাঙালি প্রকৃত অর্থে মুক্তি পেল না। বাঙালির মুক্তির সংগ্রামের সঙ্গে এবং সেই সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্যদিয়ে যে কামাল লোহানীর বেড়ে ওঠা, সেই কামাল লোহানীর তো প্রতিবাদী মানুষই হওয়ার কথা।
তাঁর জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বেঁচে ছিলেন ৮৫ বছর। জীবনের শেষদিকে তিনি নানা রোগে ভুগছিলেন। তারপরও বলা যায়, তিনি দীর্ঘ জীবনই পেয়েছেন। আর এই পুরো জীবন তিনি নিবেদন করেছিলেন মুক্তির সংগ্রামে। ১৯৫২ সালে তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ভাষা-আন্দোলনে অংশগ্রহণের মধ্যদিয়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। একাধিকবার তাঁকে কারাগারে যেতে হয়েছে। জেলেই পরিচয় ঘটেছে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ অনেক রাজনৈতিক নেতার সঙ্গে। এর মধ্যে অনেক কমিউনিস্ট নেতাও ছিলেন। বামপন্থাই কামাল লোহানীকে প্রভাবিত করেছিল।
তাঁর মৃত্যুর পর জানলাম তিনি কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য ছিলেন। আমি নিজে প্রায় ২০ বছর কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। তখন অবশ্য কামাল লোহানীকে কমিউনিস্ট পার্টির কোনো কার্যক্রমের সঙ্গে দেখিনি। তার মানে, সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর অনেকে যখন সিপিবি ছেড়েছেন, কামাল লোহানী তখন সিপিবির সদস্য হয়েছেন।
সেই হিসাবে তাঁকে দুঃসময়ের কান্ডারি বলা যায়।
সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একাধিক পত্রিকায় বিভিন্ন পদমর্যাদায় কাজ করেছেন। সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আবার অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের দাবি-দাওয়া নিয়ে লড়াকু ভূমিকাও পালন করেছেন।
তিনি ভাসানী ন্যাপের রাজনীতিতে কিছুদিন সক্রিয় ছিলেন। তবে পিকিংপন্থী বলতে যা বোঝায় তিনি তা ছিলেন না। তিনি ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন, সংবাদ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়বার্তা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার কণ্ঠেই প্রচারিত হয়েছিল।
তাঁর জীবনের একটি মুহূর্তও নিষ্ক্রিয়তায় কাটেনি। কত সংগঠন এবং কত ধরনের কাজে যে তিনি অংশ নিয়েছেন, তার হিসাব তিনি নিজেও রেখেছিলেন কি না সন্দেহ। সাংবাদিকতা ছাড়া সংস্কৃতি ছিল তাঁর বিচরণের একটি বড় ক্ষেত্র। নিজে বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্য বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মঞ্চে অভিনয় করেছেন। আবার খ্যাতনামা সব সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। ছায়ানটের সাধারণ সম্পাদক, উদীচীর সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ‘ক্রান্তি’ নামক একটি সাংস্কৃতিক সংগঠন তিনি নিজে গড়ে তুলেছিলেন।
শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক পদেও কামাল লোহানী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার পুরো নাম বেশ বড়। আবু নইম মুহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। নাম সংক্ষিপ্ত করে কামাল লোহানী করলেও নিজের কর্মকাণ্ড কিন্তু ক্রমাগত প্রসারিত করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তিনি নিরলস কাজ করেছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বয়স তাকে তার কর্মতৎপরতা থেকে বিরত রাখতে পারেনি। অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সভা-সমাবেশে সফেদ পাঞ্জাবি পরিহিত কামাল লোহানীর উপস্থিতি ছিল অন্যদের কাছে অনুপ্রেরণার।
সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।
১৯৬০ সালে তিনি চাচাতো বোন দীপ্তি লোহানীকে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা ও এক পুত্রসন্তান। ফতেহ লোহানী ও ফজলে লোহানী তাঁর চাচাতো ভাই।
কয়েক দশক ধরে দেশের সংস্কৃতি, সাংবাদিকতা এবং রাজনীতির জগতে সক্রিয় কামাল লোহানী কয়েকটি বই লিখেছেন। সংবাদপত্রে অসংখ্য কলাম লিখেছেন। তার লেখা গ্রন্থগুলো হলো: আমরা হারবো না, সত্যি কথা বলতে কী, যেন ভুলে না যাই, মুক্তি সংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধ আমার অহংকার, এ দেশ আমার গর্ব, আমাদের সংস্কৃতি ও সংগ্রাম, লড়াইয়ের গান, দ্রোহে প্রেমে কবিতার মতো ও শব্দের বিদ্রোহ।
কামাল লোহানী চলে গেছেন। তিনি আর ফিরবেন না। মৃত্যুর পর তাঁকে নিয়ে আমরা যারা আদিখ্যেতা করছি, যারা বলছি আমরা তাঁকে ভুলব না–তারা কি আসলে ঠিক বলছি? আমরা কতজন তাঁর লেখা বইগুলো পড়েছি? তিনি নেই। বইগুলো আছে। বইয়ের মধ্যে তিনি তার আদর্শ, চেতনা, বিশ্বাস এবং অঙ্গীকারের কথা লিখে গেছেন। আছে মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য, বিশ্বস্ত বয়ান।
কামাল লোহানীকে শ্রদ্ধা জানানো এবং মনে রাখার বড় উপায় হলো তার গ্রন্থপাঠ। তাঁর মতো হওয়া কঠিন; কিন্তু হওয়ার চেষ্টা করা তো যেতে পারে।
লেখক: সহকারী সম্পাদক আজকের পত্রিকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
২০ ঘণ্টা আগেসোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। আস্থা আছে কি না, স্বপ্রণোদিত হয়ে যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সংসদে ১৯৪ জন সংসদ সদস্য তাঁর ওপর আস্থা জানিয়ে ভোট দিলেও ৩৬৪ জন তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের আইনপ্রণেতা হচ্ছেন মোট ৫৭৭ জন। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায়
২০ ঘণ্টা আগেসময় এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ তার হাজার বছরের ইতিহাসে অনেক বিপ্লবের সাক্ষী হয়েছে—কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি। প্রতিটি বিপ্লব আমাদের জীবনধারায় গভীর পরিবর্তন এনেছে, কেউ কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনের সারিতে উঠে এসেছে। কিন্তু এইবার যা আসছে, তা হয়তো আর কাউকে কেবল পেছনেই ফেলবে না; বরং মানুষক
২০ ঘণ্টা আগেবাংলাদেশে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত কীটনাশক ব্যবহারের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের পত্রিকায় ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল’ (ক্যাবি) আয়োজিত এক কর্মশালায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে