Ajker Patrika

সামাজিক সংযম অন্তর্হিত

শুভাগত চৌধুরী
সামাজিক সংযম অন্তর্হিত

আমরা ছোট বেলায় সংযম চর্চা দেখেছি, মুরব্বিরা আমাদের বিধিনিষেধে রাখতেন। অনাচার হতো না তেমন। যত সভ্য হচ্ছি বাঁধ ভাঙা জোয়ারের মতো সংযম টুটে যাচ্ছে সমাজ থেকে। সমাজে ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’ এমন আদর্শ আর উদাহরণ নেই। দেখা যায় মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই হাজার হাজার কোটি টাকার মালিক। অনলাইন টিকটক করে হাজার কোটি টাকা কামাই আর তাদের অনুসারী অসংখ্য তরুণ। এবার আমাদের আইনি কর্তারা একে গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

তাই নিজের মনে প্রশ্ন, আমারও হবে বাড়ি গাড়ি কাঁড়ি কাঁড়ি টাকা অল্প বয়সেই? সমাজে, বাড়িতেও একই প্রশ্রয়। যে মুরব্বি শাসন করবেন তাদের কেউ নিজেও এই পথের যাত্রী তাই তার সন্তান ‘মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়।’

প্রাপ্তি যোগ আর ওপরে ওঠার নিয়ম আচার পাল্টে যাওয়াতে নিজের আচরণ আর প্রচেষ্টার ধরনও পাল্টেছে। ভালো মানুষ হয়ে ঘরে বসে নীতিবাক্য ছাড়লে যে অশ্বডিম্ব কপালে আসবে তা জানে অনেকেই। কেউ পারে, কেউ পারে না।

এখন সব কিছুর সংজ্ঞা পাল্টেছে। কাকে মানুষ মহাজ্ঞানী মহাজন মনে করে? যিনি প্রভাবশালী, বিত্তশালী, যার ভয়ে লোকে কাঁপে। কীর্তি কি তা হল অল্প বয়সে প্রচুর অর্থবিত্তের মালিক হওয়া। সমাজ, পরিবার বলবে, ‘দেখেছ ছেলে কত স্মার্ট। এই বয়সে গাড়ি বাড়ি। এবার বিয়ের আয়োজন কর। পণ পাওয়া যাবে বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত