বিচ্ছিন্ন ভাবনা
এই যে ভাবনাগুলো এসেই হারিয়ে যায়। পরীমণি, ক্লাব সংস্কৃতি, নোয়াম চমস্কি, আপন হাতের মুঠোয় পুরে দেখা বিশ্বভুবন। দেখছি আর দ্রুতই হারিয়ে ফেলছি। স্তরের ওপর স্তর, আস্তরণ পড়ে আমরা ভুলে যাচ্ছি কী মনে রাখা দরকার কী নয়। আমরা বিস্মৃত হচ্ছি দ্রুত। ফলে আমাদের মানবিক আবেগগুলো শর্তাধীন, কখনোবা গুরুত্বহীন হয়ে আমাদের