দাকোপে মা ইলিশ রক্ষায় ব্যস্ত প্রশাসন
দাকোপে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। তারা উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সভা সেমিনারসহ নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। দাকোপে কোস্টগার্ডের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, পোস্টারিং ও মাইকিং করা হয়েছে।