Ajker Patrika

অপেক্ষা ফুরাল জেলেদের

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ৪৭
অপেক্ষা ফুরাল জেলেদের

খুলনার দাকোপের জেলেদের অপেক্ষার দিন ফুরিয়েছে। গত সোমবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে মাছ ধরতে নেমে পড়েছেন। তারা কেউ আবার গভীর সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চাঞ্চল্য ফেরা জেলেরা এখন বন বিভাগের অনুমতির অপেক্ষায় আছেন ।

গতকাল মঙ্গলবার উপজেলার পশুর, ঢাকি, শিবসা, চুনকুড়ি, কাজিবাছা, ঝপঝপিয়া, মাঙ্গা ও ভদ্রা নদীতে জোয়ারের সময় অনেক জেলেকে মাছ ধরতে দেখা গেছে। অনেক দিন পরে নদীতে মাছ ধরতে আসতে পেরে জেলেরা খুশি। আগের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদী তাঁরা।

কথা হয় পানখালী এলাকার জেলে অরূপ রায় এর সঙ্গে। তিনি জানান, এই ২২ দিন আমরা খুব অসুবিধায় ছিলাম। এ বছর প্রথম দিকে নদীতে ইলিশের তেমন দেখা পাওয়া যায়নি। ফলে আমরা অনেকেই হতাশ হয়ে পড়েছিলাম। পরে শেষের দিকে ভালোই মাছ পাওয়া যাচ্ছিল। তখনই আসল ২২ দিনের নিষেধাজ্ঞা। আমরা কয়েক কেজি চাল সাহায্য ছাড়া আর কিছুই পাইনি। এখন নিষেধাজ্ঞা শেষ হয়েছে। অনেক দিন পর নদীতে এসে অনেক ভালো লাগছে।’

এদিকে উপজেলার বিভিন্ন বাজারে ইলিশ মাছ কিনতে ক্রেতা আসতে শুরু করেছে। চালনা পৌরসভার আঁচাভূয়া বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে এসে অনেকেই ইলিশ মাছ খুঁজছেন। কথা হয় আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক দিন ইলিশ খাই না। তাই দেখছিলাম বাজারে ইলিশ এসেছে কি না। কিন্তু এখনো ইলিশ আসেনি। কাল হয়তো পাওয়া যেতে পারে বলছে মাছ বিক্রেতারা।’ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে দাকোপের বিভিন্ন নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। দীর্ঘ দিন পর নদীতে মাছ ধরতে পারায় জেলেরা খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত