Ajker Patrika

দাকোপে মা ইলিশ রক্ষায় ব্যস্ত প্রশাসন

দাকোপ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৫: ৩৬
দাকোপে মা ইলিশ রক্ষায় ব্যস্ত প্রশাসন

দাকোপে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। তারা উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সভা সেমিনারসহ নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। দাকোপে কোস্টগার্ডের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, পোস্টারিং ও মাইকিং করা হয়েছে।

এ ছাড়া উপকূলীয় ও নদী এলাকার মাছের অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল দিচ্ছে কোস্টগার্ডের সদস্যরা। ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় দাকোপের চুনকুড়ি, ভদ্রা, ঢাকি ও শিবসা নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। গত বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সমন্বয়ে দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, মা ইলিশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। আমরা আমাদের টিম নিয়ে সার্বক্ষণিক প্রস্তুত আছি। কোথাও কোন অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময়ে আইনানুযায়ী সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত