Ajker Patrika

ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা দাকোপে

দাকোপ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ১৮
ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা দাকোপে

দাকোপে সুতারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয় লাভ করে শপথ গ্রহণ শেষে নিজের জন্মভূমিতে ফিরতেই জনগণের ব্যাপক ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

গত শুক্রবার বিকেলে সুতারখালি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব শহীদ সরদার সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসিত কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দাকোপ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তৃতা করেন সুতারখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি জুলু, গুনারী শীতলচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য নারায়ণ সরদার, সুতারখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ফকির, সহ দপ্তর সম্পাদক দেবব্রত মন্ডল, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম ফকির, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বঙ্কিম মিস্ত্রি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত