শাহীন রহমান, পাবনা
দাকোপের পানখালী ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় ঝপঝপিয়া নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত ওয়াপদা রাস্তাটি মেরামত না করায় নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ ভাঙন হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। দ্রুত ভাঙন কবলিত স্থান মেরামত না করলে পানখালীর বেশিরভাগ এলাকা পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে রোববার পানখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নদী ভাঙন কবলিত স্থানে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডে ৩১ নং পোল্ডারে এর অবস্থান। চালনা থেকে এক সময় মানুষ বাসে করে এই রাস্তা দিয়ে জেলা শহর খুলনায় যাতায়াত করত। ঘূর্ণিঝড় আইলার আঘাতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই রাস্তাটি দিয়ে বর্তমানে শুধু এলাকার স্থানীয় মানুষ চলাচল করত। গত শনিবার রাস্তাটির একটি বড় অংশ ঝপঝপিয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়।
রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ নদী গর্ভে চলে গেছে। স্থানীয়ভাবে পাইলিং করে এবং জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু জোয়ারের পানি বাড়ার কারণে তা বিফলে গেছে। ফলে নদী ভাঙন আরও মারাত্মক আকার ধারণ করেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। যে কোন মুহূর্তে ওয়াপদা বাঁধ ভেঙে পানিতে প্লাবিত হতে পারে এলাকা। তারা অতি দ্রুত নদী ভাঙন কবলিত স্থান মেরামত সহ টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। কথা হয় পানখালী এলাকার ফাল্গুন রায় এর সঙ্গে। তিনি বলেন, ওয়াপদা রাস্তার অবস্থা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে নদীতে। এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, নদী ভাঙন কবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বার বার পাউবোর কর্মকর্তাদের অবগত করেছেন। পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণে এবং নদীতে পানি বৃদ্ধির কারণে এই অবস্থা বলে তিনি মনে করেন। তা ছাড়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, পূর্ব পানখালীতে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। ভাঙন কবলিত এলাকায় বিকল্প বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। অতি দ্রুত বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ভাঙন রোধ করার জন্য কাজ করে যাচ্ছি। ভাঙন কবলিত এলাকার পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণকাজ চলছে। অতি দ্রুত এই কাজ শেষ হবে।
দাকোপের পানখালী ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় ঝপঝপিয়া নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত ওয়াপদা রাস্তাটি মেরামত না করায় নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ ভাঙন হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। দ্রুত ভাঙন কবলিত স্থান মেরামত না করলে পানখালীর বেশিরভাগ এলাকা পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে রোববার পানখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নদী ভাঙন কবলিত স্থানে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডে ৩১ নং পোল্ডারে এর অবস্থান। চালনা থেকে এক সময় মানুষ বাসে করে এই রাস্তা দিয়ে জেলা শহর খুলনায় যাতায়াত করত। ঘূর্ণিঝড় আইলার আঘাতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই রাস্তাটি দিয়ে বর্তমানে শুধু এলাকার স্থানীয় মানুষ চলাচল করত। গত শনিবার রাস্তাটির একটি বড় অংশ ঝপঝপিয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়।
রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ নদী গর্ভে চলে গেছে। স্থানীয়ভাবে পাইলিং করে এবং জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু জোয়ারের পানি বাড়ার কারণে তা বিফলে গেছে। ফলে নদী ভাঙন আরও মারাত্মক আকার ধারণ করেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। যে কোন মুহূর্তে ওয়াপদা বাঁধ ভেঙে পানিতে প্লাবিত হতে পারে এলাকা। তারা অতি দ্রুত নদী ভাঙন কবলিত স্থান মেরামত সহ টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। কথা হয় পানখালী এলাকার ফাল্গুন রায় এর সঙ্গে। তিনি বলেন, ওয়াপদা রাস্তার অবস্থা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে নদীতে। এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, নদী ভাঙন কবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বার বার পাউবোর কর্মকর্তাদের অবগত করেছেন। পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণে এবং নদীতে পানি বৃদ্ধির কারণে এই অবস্থা বলে তিনি মনে করেন। তা ছাড়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, পূর্ব পানখালীতে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। ভাঙন কবলিত এলাকায় বিকল্প বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। অতি দ্রুত বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ভাঙন রোধ করার জন্য কাজ করে যাচ্ছি। ভাঙন কবলিত এলাকার পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণকাজ চলছে। অতি দ্রুত এই কাজ শেষ হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫