হরিণের মাংসসহ আটক ১০
সুন্দরবন থেকে ১০ জন হরিণ শিকারিকে আটক করেছে বনপ্রহরীরা। এ সময় তাদের কাছ থেকে ১৬০ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের শিং, ৩০০ মিটার হরিণ ধরার ফাঁদ, ১টি তক্ষক, ৪টি ডিঙি নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গত রোববার বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে বিকেলে কোর্ট হাজতে পাঠানো হয়।