Ajker Patrika

৮১ মণ্ডপে সরকারি অনুদান

দাকোপ প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫: ০৭
৮১ মণ্ডপে সরকারি অনুদান

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। আগে বিএনপি-জামায়ত সরকারের শাসনামলে মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আজ দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং দেশের প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে।

তাই দেশের অসাম্প্রদায়িকতা রক্ষায় শেখ হাসিনাকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আলী খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এ সময় সরকারের বরাদ্দের অর্থ ৮১টি মণ্ডপের অনুকূলে ১৬ হাজার ৫০০ করে নগদ অর্থসহ তাঁর নিজ তহবিল থেকে প্রতিটি মণ্ডপের অনুকূলে ৫০০ টাকা এবং উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খান ৫০০ টাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ৩০০ টাকা ও ইউপি সদস্য রবীন্দ্র নাথ মোড়ল ২০০ টাকা করে দান করেন।

এ নিয়ে ৮১টি পূজামণ্ডপের প্রত্যেটিকে ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনৎ কুমার বিশ্বাস, থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, সুদেব রায়, রণজিৎ মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত