Ajker Patrika

বালু তোলায় ৩ লাখ টাকা জরিমানা

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ৫১
বালু তোলায়   ৩ লাখ টাকা জরিমানা

দাকোপে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিতে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, গত সোমবার বিকেল ৪টায় উপজেলার পোদ্দারগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় চুনকুড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ জি এম রুমনকে আটক করা হয়।

আটক ব্যক্তি চালনা বাজার এলাকার হারকিট গাজীর ছেলে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রুমনকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই প্রথম অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত