ঠাকুরগাঁও প্রতিনিধি
অপহরণ মামলায় রাজশাহী সেফ হোমে রাখা এক কিশোরীকে আসামির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজশাহীর সেফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফাহিমা মুন্নি।
পরে আদালত লিখিত অঙ্গীকারনামা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য সতর্ক করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলা রুহিয়া থানার বাসিন্দা ১৬ বছরের ওই কিশোরীকে একই এলাকার শাহিন আলম, আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন বাড়ি থেকে অপহরণ করার অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। পুলিশ গত ১৪ জুলাই শাহিনকে আটক ও কিশোরীকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। বিচারক শাহিন আলমকে কারাগারে এবং ও কিশোরীকে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনে (সেফ হোম) পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী অভিযোগ করে বলেন, গত ১ অক্টোবর অপহরণ মামলাটির পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু আদালত আগের শুনানিতে ভুক্তভোগীর বিষয়ে কোনো আদেশ দেননি। আদালতের আদেশ ছাড়াই কিশোরীকে রাজশাহী থেকে ঠাকুরগাঁওয়ের আদালতে নিয়ে আসা হয়। পরে এ মামলার জামিন পাওয়া আসামিদের সঙ্গে দেখা করিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় সেফ হোমের কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্য জড়িত।
এ বিষয়ে অভিযুক্ত রাজশাহীর সেফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফাহিমা মুন্নি বলেন, গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুল সাকিব ফোন কল করে বলেন, ‘১ অক্টোবর ভুক্তভোগীকে আদালতে তোলার তারিখ রয়েছে সে অনুযায়ী আমরা তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়ে দিয়েছি।’ পরে আদালতের জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) আমাদের জানান এ মামলায় কিশোরীকে হাজির করার বিষয়ে আদালতের কোনো আদেশ ছিল না। পরে নিজের ভুল বুঝতে পেরে কিশোরীকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করি। এ সময় রাস্তায় পুলিশ হয়তো এ মামলার আসামিদের সঙ্গে ভুক্তভোগীর দেখা করিয়ে দেয়। এর দায়ভার তো আমাদের না।
এ বিষয়ে ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুল সাকিব বলেন, রাজশাহী সেফ হোমে এক কর্মকর্তা ফোনে জানতে চেয়েছেন ভুক্তভোগী কিশোরীর মামলাটির পরবর্তী কোনো তারিখ আদালত দিয়েছেন কিনা। পরে আদালত পুলিশের মাধ্যমে জানা যায়, ১ অক্টোবর এ মামলার তারিখ রয়েছে। কিন্তু এ তারিখে ভুক্তভোগীকে আদালতে তোলা হবে কিনা এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
অপহরণ মামলায় রাজশাহী সেফ হোমে রাখা এক কিশোরীকে আসামির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজশাহীর সেফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফাহিমা মুন্নি।
পরে আদালত লিখিত অঙ্গীকারনামা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য সতর্ক করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলা রুহিয়া থানার বাসিন্দা ১৬ বছরের ওই কিশোরীকে একই এলাকার শাহিন আলম, আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন বাড়ি থেকে অপহরণ করার অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। পুলিশ গত ১৪ জুলাই শাহিনকে আটক ও কিশোরীকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। বিচারক শাহিন আলমকে কারাগারে এবং ও কিশোরীকে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনে (সেফ হোম) পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী অভিযোগ করে বলেন, গত ১ অক্টোবর অপহরণ মামলাটির পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু আদালত আগের শুনানিতে ভুক্তভোগীর বিষয়ে কোনো আদেশ দেননি। আদালতের আদেশ ছাড়াই কিশোরীকে রাজশাহী থেকে ঠাকুরগাঁওয়ের আদালতে নিয়ে আসা হয়। পরে এ মামলার জামিন পাওয়া আসামিদের সঙ্গে দেখা করিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় সেফ হোমের কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্য জড়িত।
এ বিষয়ে অভিযুক্ত রাজশাহীর সেফ হোমের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফাহিমা মুন্নি বলেন, গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুল সাকিব ফোন কল করে বলেন, ‘১ অক্টোবর ভুক্তভোগীকে আদালতে তোলার তারিখ রয়েছে সে অনুযায়ী আমরা তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়ে দিয়েছি।’ পরে আদালতের জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) আমাদের জানান এ মামলায় কিশোরীকে হাজির করার বিষয়ে আদালতের কোনো আদেশ ছিল না। পরে নিজের ভুল বুঝতে পেরে কিশোরীকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করি। এ সময় রাস্তায় পুলিশ হয়তো এ মামলার আসামিদের সঙ্গে ভুক্তভোগীর দেখা করিয়ে দেয়। এর দায়ভার তো আমাদের না।
এ বিষয়ে ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুল সাকিব বলেন, রাজশাহী সেফ হোমে এক কর্মকর্তা ফোনে জানতে চেয়েছেন ভুক্তভোগী কিশোরীর মামলাটির পরবর্তী কোনো তারিখ আদালত দিয়েছেন কিনা। পরে আদালত পুলিশের মাধ্যমে জানা যায়, ১ অক্টোবর এ মামলার তারিখ রয়েছে। কিন্তু এ তারিখে ভুক্তভোগীকে আদালতে তোলা হবে কিনা এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলায় কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বন্দরে হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউস কনটেইনার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
৪ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে।
৪ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (নগর ও সদর) আসনে অংশগ্রহণ করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির প্রভাবশালী এ নেতা সম্প্রতি নগরীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে বৈঠক, গণসংযোগ, প্রচারণার মাধ্যমে এমনটি ইঙ্গিত দিয়েছেন।
৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত প্যানেল ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’।
৫ ঘণ্টা আগে