সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ লেকে নির্মিত বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পয়েন্টের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
গতকাল বুধবার রাত থেকে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ সিরাজ লেকেই ইট বালু পাথর দিয়ে ইত্যাদি পয়েন্ট নির্মাণের ছবিটি ভাইরাল হলে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। পরো দ্রুতই এই জায়গা থেকে ইত্যাদি পয়েন্ট নামকরণটি সরিয়ে ফেলা হবে গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বুধবার ফেসবুকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ লেকে হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির আলোকে ইত্যাদি পয়েন্ট নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়, এটি ভাইরাল হওয়ার পরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ফেসবুকে লেখেন, ‘এটি শহীদ সিরাজ লেকের (নীলাদ্রি লেক) ভিউ নষ্ট করেছে। এই ইত্যাদি পয়েন্ট এখান থেকে সরানো হোক, এটি নগ্ন বাণিজ্যিকীকরণ।’
এ আর জুয়েল নামে এক জ্যেষ্ঠ সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এটা কোনো তামাশা! এই জায়গাটি সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্যের, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হিসেবেই সারা দেশব্যাপী পরিচিত। সবাই শহীদ সিরাজ লেক হিসেবেই চিনে। এটাকে ইত্যাদি পয়েন্ট নাম দিয়ে কেন পরিচিত করতে হবে। এই জায়গাটি দেশব্যাপী পরিচিত বলেই হানিফ সংকেত এখানে এসে ইত্যাদি অনুষ্ঠান করেছেন। প্রকৃতিকে এমন ভেঙেচুরে ইট-পাথরে বাণিজ্যিক নাম দিয়ে অপরূপ সুনামগঞ্জের এ জায়গাটাকে ইত্যাদির কাছে বিক্রি করা হচ্ছে।’
তাঁদের মতো এমন অনেকের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলের কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ সিরাজ লেক নামটি যা ছিল তাই থাকবে। এখানে পর্যটকদের জন্য পর্যটন করপোরেশন এটি থেকে বানানো হচ্ছিল, যাতে পর্যটকেরা এখানে ছবি তুলতে পারে। যেহেতু সাধারণ মানুষ এর প্রতিবাদ করছেন সেজন্য আমরা তাদের কাজ বন্ধ করে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই এটি ভাঙা হয়ে গেছে।’
সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ লেকে নির্মিত বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পয়েন্টের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
গতকাল বুধবার রাত থেকে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ সিরাজ লেকেই ইট বালু পাথর দিয়ে ইত্যাদি পয়েন্ট নির্মাণের ছবিটি ভাইরাল হলে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। পরো দ্রুতই এই জায়গা থেকে ইত্যাদি পয়েন্ট নামকরণটি সরিয়ে ফেলা হবে গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বুধবার ফেসবুকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ লেকে হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির আলোকে ইত্যাদি পয়েন্ট নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়, এটি ভাইরাল হওয়ার পরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ফেসবুকে লেখেন, ‘এটি শহীদ সিরাজ লেকের (নীলাদ্রি লেক) ভিউ নষ্ট করেছে। এই ইত্যাদি পয়েন্ট এখান থেকে সরানো হোক, এটি নগ্ন বাণিজ্যিকীকরণ।’
এ আর জুয়েল নামে এক জ্যেষ্ঠ সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এটা কোনো তামাশা! এই জায়গাটি সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্যের, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হিসেবেই সারা দেশব্যাপী পরিচিত। সবাই শহীদ সিরাজ লেক হিসেবেই চিনে। এটাকে ইত্যাদি পয়েন্ট নাম দিয়ে কেন পরিচিত করতে হবে। এই জায়গাটি দেশব্যাপী পরিচিত বলেই হানিফ সংকেত এখানে এসে ইত্যাদি অনুষ্ঠান করেছেন। প্রকৃতিকে এমন ভেঙেচুরে ইট-পাথরে বাণিজ্যিক নাম দিয়ে অপরূপ সুনামগঞ্জের এ জায়গাটাকে ইত্যাদির কাছে বিক্রি করা হচ্ছে।’
তাঁদের মতো এমন অনেকের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলের কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ সিরাজ লেক নামটি যা ছিল তাই থাকবে। এখানে পর্যটকদের জন্য পর্যটন করপোরেশন এটি থেকে বানানো হচ্ছিল, যাতে পর্যটকেরা এখানে ছবি তুলতে পারে। যেহেতু সাধারণ মানুষ এর প্রতিবাদ করছেন সেজন্য আমরা তাদের কাজ বন্ধ করে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই এটি ভাঙা হয়ে গেছে।’
মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪০ মিনিট আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
২ ঘণ্টা আগে