Ajker Patrika

আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি জাপার প্রার্থী আতিক

প্রতিনিধি, সিলেট
আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি জাপার প্রার্থী আতিক

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে নিজের ভোট দিতে পারেননি সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। আজ শনিবার সকাল ১০টায় রেবতী রমন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ইভিএম মেশিনে আতিকের আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যার কারণে তিনি ভোট দিতে পারেননি। এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা আতিককে দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য অনুরোধ করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদ রানা

এ বিষয়ে মো. মাসুদ রানা বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ইভিএম মেশিনে জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান ভোট দিতে পারেননি। বিষয়টি আমরা ঊর্ধ্বতনদের জানিয়েছি। আশা করি সমাধান হয়ে যাবে।’ 

জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান বলেন, ভোট দিতে একটি বুথে ঢুকলেও ইবিএমে ভোট দিতে ব্যর্থ হয়েছি। পরবর্তী সময়ে একে একে কেন্দ্রের আরও দুটি বুথে গিয়ে চেষ্টা করলে আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারিনি। নির্বাচনী কর্মকর্তারা বলেছেন টেকনিক্যাল সমস্যা সমাধান করার পর ভোট দিতে পারব। 

তবে আতিক ভোট দিতে না পারলেও নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থীর শফি আহমেদ চৌধুরী ভোট দিয়েছেন। 

সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। অপরদিকে দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী। 

এর আগে সকাল ৮টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত