Ajker Patrika

খানসামায় জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামায় জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহির নলবাড়ী গ্রামে জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু হয়েছে। এতে প্রায় দুই শতাধিক কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাবিখা প্রকল্পের আওতায় নলবাড়ী মাটিয়ালের ব্রিজ থেকে পুষুপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এই ক্যানেল সংস্কার কাজের উদ্বোধন করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানেলটি সংস্কার না হওয়ায় প্রতিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় দুই শতাধিক একর জমিতে আবাদ হয় না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই এলাকার কৃষকেরা। এ সব দিক বিবেচনায় স্বাভাবিক পরিবেশে চাষাবাদের লক্ষ্যে এ ক্যানেল সংস্কারের কার্যক্রম শুরু করে ইউনিয়ন পরিষদ। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, কৃষক ও কৃষাণীদের ক্ষতি কমাতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ওই ক্যানেলের পানি প্রবাহের স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। 

সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য রওশন আলী রোকন, নুর ইসলাম ও বিমল চন্দ্র রায় প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত