রাবি প্রতিনিধি
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে মতিহার থানায় সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হলের আবাসনসুবিধা বাতিল করা হয়।
সাগর হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।
মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী বলেন, ‘আমার হলের এক শিক্ষার্থী মহানবী (সা.)কে অবমাননাকর পোস্ট শেয়ার করেছে জানতে পেরে কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখনই তার আবাসনসুবিধা বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘কোনো প্রকার মব যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা অভিযুক্তকে পুলিশের হেফাজতে দিয়েছি। তদন্তে আগেও এমন কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভুলে এমন করে থাকে, তাহলে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশন আমার নজরে আসেনি। যদি বুঝতাম, তাহলে শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাত ১২টার দিকে একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। আপাতত তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে মতিহার থানায় সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হলের আবাসনসুবিধা বাতিল করা হয়।
সাগর হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।
মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী বলেন, ‘আমার হলের এক শিক্ষার্থী মহানবী (সা.)কে অবমাননাকর পোস্ট শেয়ার করেছে জানতে পেরে কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখনই তার আবাসনসুবিধা বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘কোনো প্রকার মব যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা অভিযুক্তকে পুলিশের হেফাজতে দিয়েছি। তদন্তে আগেও এমন কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভুলে এমন করে থাকে, তাহলে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশন আমার নজরে আসেনি। যদি বুঝতাম, তাহলে শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাত ১২টার দিকে একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। আপাতত তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর রাণীনগরের চকাদিন মহল্লা ছয় মাস ধরে জলমগ্ন। ঘরবাড়ি ডুবে পানিবন্দী মানুষ। প্রতিদিনের যাপিত জীবন যেন রীতিমতো লড়াই। শিশুরা স্কুলে যেতে পারছে না, রান্না হচ্ছে সড়কে। বারবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছোট্ট একটি বাড়ি নির্মাণ করছিলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুর রব ব্যাপারী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত জুন মাসে অভিযান চালিয়ে আব্দুর রবের বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর পর থেকে বাড়িটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে নেতা-কর্মী হত্যার ঘটনার সর্বশেষ শিকার বিএনপির কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম। তাঁর গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করার কথা জানা গেলেও ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার সব আয়োজন চূড়ান্ত হয়েছে। আজ শনিবার ববির ৯১তম সিন্ডিকেটের ১৬টি অ্যাজেন্ডার মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ অ্যাজেন্ডায় রাখা হয়েছে বিষয়টি।
৩ ঘণ্টা আগে