Ajker Patrika

রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। দায়সারা কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওপাড়া ইউনিয়ন পরিষদের (এলজেএসপি) প্রকল্পের আওতায় নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া কায়েমের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত ৪৬০ ফুট রাস্তা সিসি করণের কাজ চলছিল। কাজটি নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজেই তদারকি করছিলেন। যার ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৭ হাজার টাকা। 

গতকাল বুধবার বেলা ১২টার দিকে সড়ক সিসি করণে নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা এসে তীব্র প্রতিবাদ করেন। তারপরও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হোন শ্রমিকেরা। 

সড়ক নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিল এলাকাবাসীপালশা গ্রামের বুলবুল, জনি, রাসেল, রেজাউল, মতিউর বলেন, রাস্তায় একেবারেই নরম তিন নম্বর ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছিল। গাড়ি গেলেই দেবে যাচ্ছে রাস্তা। হাত দিয়েই ভাঙা যাচ্ছিল নরম ইটগুলো। এমন অনিয়ম দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তার বন্ধ করে দিয়েছে। ভালো মানের সামগ্রী ব্যবহার না করলে রাস্তা কাজ হতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। 

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নাই। কেউ আমাকে অভিযোগ করেনি। তা ছাড়া রাস্তা সিসি করণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে না। 

সড়ক নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিল এলাকাবাসীউপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, স্থানীয় এলাকাবাসী ভিডিও এবং ছবি পাঠিয়েছে আমার কাছে। এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত