নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে দুই ধাপের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। সেখানে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তিতে রুয়েটের জনসংযোগ দপ্তর জানিয়েছে, মেধাতালিকায় নাম থাকা শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভাগের পছন্দক্রম প্রদান করতে পারবেন।
ওয়েবসাইটে ‘ক’ বিভাগে ১ হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি ‘খ’ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ আসন ও ৫টি আসনের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ জন এবং মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃগোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে।
এবার দুই ধাপে অনুষ্ঠিত হয় রুয়েটের ভর্তি পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮ হাজার ২ জন পরীক্ষার্থীকে নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করল রুয়েট। এ বছর ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত রয়েছে পাঁচটি আসন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে দুই ধাপের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। সেখানে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তিতে রুয়েটের জনসংযোগ দপ্তর জানিয়েছে, মেধাতালিকায় নাম থাকা শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভাগের পছন্দক্রম প্রদান করতে পারবেন।
ওয়েবসাইটে ‘ক’ বিভাগে ১ হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি ‘খ’ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ আসন ও ৫টি আসনের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ জন এবং মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃগোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে।
এবার দুই ধাপে অনুষ্ঠিত হয় রুয়েটের ভর্তি পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮ হাজার ২ জন পরীক্ষার্থীকে নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করল রুয়েট। এ বছর ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত রয়েছে পাঁচটি আসন।
নওগাঁর রাণীনগরের চকাদিন মহল্লা ছয় মাস ধরে জলমগ্ন। ঘরবাড়ি ডুবে পানিবন্দী মানুষ। প্রতিদিনের যাপিত জীবন যেন রীতিমতো লড়াই। শিশুরা স্কুলে যেতে পারছে না, রান্না হচ্ছে সড়কে। বারবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছোট্ট একটি বাড়ি নির্মাণ করছিলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুর রব ব্যাপারী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত জুন মাসে অভিযান চালিয়ে আব্দুর রবের বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর পর থেকে বাড়িটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে নেতা-কর্মী হত্যার ঘটনার সর্বশেষ শিকার বিএনপির কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম। তাঁর গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করার কথা জানা গেলেও ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার সব আয়োজন চূড়ান্ত হয়েছে। আজ শনিবার ববির ৯১তম সিন্ডিকেটের ১৬টি অ্যাজেন্ডার মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ অ্যাজেন্ডায় রাখা হয়েছে বিষয়টি।
৩ ঘণ্টা আগে