ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে এক নারী মৎস্য খামারির পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল মোড়ে হ্যাপী মৎস্য খামারের তিনটি পুকুরে মাছ মারা গেছে। এতে করে পথে বসেছেন নারী মৎস্য খামারি হ্যাপী কাউসার।
আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৎস্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ভোররাত থেকে তিনটি পুকুরে পাঙাশ ও দেশীয় মাছ মরে ভাসতে থাকে। অভিযোগ উঠেছে, স্থানীয় মাহবুবুর রহমানের সঙ্গে নারী মৎস্য খামারির দ্বন্দ্ব রয়েছে। তিনি কিছুদিন আগে পুকুর থেকে মাছ চুরি করলে থানায় অভিযোগ করা হয়, যার কারণে তিনি পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন, কোতোয়ালি মডেল থানার পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনসহ অন্যরা।
মৎস্য কর্মকর্তারা বলছেন, কী কারণে মাছ মারা গেছে পরীক্ষার পর তা বলা যাবে।
মৎস্য খামারি হ্যাপি কাউসার বলেন, ‘বিষ প্রয়োগে ৪০ হাজার পাঙাশ মাছ মরে ভেসে উঠেছে। প্রতিটা মাছ এক কেজির মতো ওজন ছিল। এ ছাড়া ১ লাখের ওপরে দেশি মাছ মারা গেছে। ১ কোটি টাকার ওপরে আমার ক্ষতি হয়ে গেল। মাহবুবু ছাড়া আমাদের অন্য কারো সঙ্গে কোনো বিরোধ নেই। গত ১০ সেপ্টেম্বর সে পুকুর থেকে মাছ চুরি করে নেয়। সহায়-সম্পত্তি বিক্রি ও লোন তুলে তিনটি পুকুরে মাছ ছেড়েছি। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার এত বড় ক্ষতি কেন করল? আমি এর বিচার চাই।’
মৎস্য খামারি হ্যাপী কাউসারের স্বামী আবুল হাসিম বলেন, ‘একসময় মাহবুবুর রহমান ওই তিনটি পুকুরে মাছ চাষ করত। মাছ সে ছেড়ে দেওয়ার পর আমরা পুকুরগুলো নেই। এই জেদ থেকে সে এবং তাঁর লোকজন পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরেছে। এ ঘটনার বিচার না হলে নারীরা মৎস্যচাষে উৎসাহ হারাবে।’
ময়মনসিংহ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন বলেন, তিনটি পুকুরেই মাছ মরে ভেসে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিষক্রিয়ায় মাছগুলো মারা গেছে। তবে পরীক্ষা করা ছাড়া কারণ বলা যাবে না। বিষপ্রয়োগে মাছগুলো মারা হলে সেগুলো না খাওয়াই ভালো।
কোতোয়ালি মডেল থানার পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘পুকুরগুলোতে সাদা হয়ে মাছ মরে রয়েছে। ধারণা করছি, বিষপ্রয়োগে সেগুলো মারা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহে এক নারী মৎস্য খামারির পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল মোড়ে হ্যাপী মৎস্য খামারের তিনটি পুকুরে মাছ মারা গেছে। এতে করে পথে বসেছেন নারী মৎস্য খামারি হ্যাপী কাউসার।
আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৎস্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ভোররাত থেকে তিনটি পুকুরে পাঙাশ ও দেশীয় মাছ মরে ভাসতে থাকে। অভিযোগ উঠেছে, স্থানীয় মাহবুবুর রহমানের সঙ্গে নারী মৎস্য খামারির দ্বন্দ্ব রয়েছে। তিনি কিছুদিন আগে পুকুর থেকে মাছ চুরি করলে থানায় অভিযোগ করা হয়, যার কারণে তিনি পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন, কোতোয়ালি মডেল থানার পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনসহ অন্যরা।
মৎস্য কর্মকর্তারা বলছেন, কী কারণে মাছ মারা গেছে পরীক্ষার পর তা বলা যাবে।
মৎস্য খামারি হ্যাপি কাউসার বলেন, ‘বিষ প্রয়োগে ৪০ হাজার পাঙাশ মাছ মরে ভেসে উঠেছে। প্রতিটা মাছ এক কেজির মতো ওজন ছিল। এ ছাড়া ১ লাখের ওপরে দেশি মাছ মারা গেছে। ১ কোটি টাকার ওপরে আমার ক্ষতি হয়ে গেল। মাহবুবু ছাড়া আমাদের অন্য কারো সঙ্গে কোনো বিরোধ নেই। গত ১০ সেপ্টেম্বর সে পুকুর থেকে মাছ চুরি করে নেয়। সহায়-সম্পত্তি বিক্রি ও লোন তুলে তিনটি পুকুরে মাছ ছেড়েছি। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার এত বড় ক্ষতি কেন করল? আমি এর বিচার চাই।’
মৎস্য খামারি হ্যাপী কাউসারের স্বামী আবুল হাসিম বলেন, ‘একসময় মাহবুবুর রহমান ওই তিনটি পুকুরে মাছ চাষ করত। মাছ সে ছেড়ে দেওয়ার পর আমরা পুকুরগুলো নেই। এই জেদ থেকে সে এবং তাঁর লোকজন পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরেছে। এ ঘটনার বিচার না হলে নারীরা মৎস্যচাষে উৎসাহ হারাবে।’
ময়মনসিংহ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন বলেন, তিনটি পুকুরেই মাছ মরে ভেসে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিষক্রিয়ায় মাছগুলো মারা গেছে। তবে পরীক্ষা করা ছাড়া কারণ বলা যাবে না। বিষপ্রয়োগে মাছগুলো মারা হলে সেগুলো না খাওয়াই ভালো।
কোতোয়ালি মডেল থানার পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘পুকুরগুলোতে সাদা হয়ে মাছ মরে রয়েছে। ধারণা করছি, বিষপ্রয়োগে সেগুলো মারা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৫ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে