কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তরিকুল ইসলাম তারিক (৩৫) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ মে বিকেলে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তরিকুল ইসলাম তারিক। একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে তারিক বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন ওই ইউনিয়নের ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুকে দায়ী করেছেন আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘নিহত তারিক আমার সমর্থক ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন চেয়ারম্যান এনামুল হক মনজু।
এ বিষয়ে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মামলার প্রধান আসামি সন্ত্রাসী লালসহ মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
তবে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ছিলাম। হামলাকারীরা মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। আর আমি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। এই সন্দেহে থেকে হয়তো তিনি এমন অভিযোগ তুলছেন।’
হামলার ঘটনায় গত ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ কুমারখালী থানায় মামলা করেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় মামলা করেছিলেন। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তরিকুল ইসলাম তারিক (৩৫) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ মে বিকেলে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তরিকুল ইসলাম তারিক। একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে তারিক বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন ওই ইউনিয়নের ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুকে দায়ী করেছেন আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘নিহত তারিক আমার সমর্থক ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন চেয়ারম্যান এনামুল হক মনজু।
এ বিষয়ে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মামলার প্রধান আসামি সন্ত্রাসী লালসহ মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
তবে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ছিলাম। হামলাকারীরা মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। আর আমি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। এই সন্দেহে থেকে হয়তো তিনি এমন অভিযোগ তুলছেন।’
হামলার ঘটনায় গত ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ কুমারখালী থানায় মামলা করেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় মামলা করেছিলেন। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি মা হাতির ডান পা ক্ষতবিক্ষত হয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়েছে। হাতিটি গত সাত দিন সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে থাকার পর গতকাল সোমবার বাংলাদেশ সীমান্ত সড়ক পেরিয়ে স্থানীয় একটি গ্রামে ঢুকে ধানখেত ও পানের বরজ নষ্ট করে। এখন
১ সেকেন্ড আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।
১৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা শুরুর আগে কিছু ছাত্র স্কুলমাঠে গিয়ে প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় খেলা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার দুই স্কুলের মধ্যে ফুটবল সেমিফাইনাল হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খেলা স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগেকমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি। তাঁরা দুজনই ওই নারীকে স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এই দৃশ্য দেখা যায়। আর তাই দেখতে ভিড় জমে উৎসুক মানুষদের। খবর পেয়ে পুলিশ তিনজনকেই নিয়ে যায় থানায়।
২০ মিনিট আগে