ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে চার দিন (২০ জুলাই–২৩ জুলাই) ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সরকারের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এর আগে কাজ বন্ধ থাকায় বন্দরের শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিককে সংসার চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। তাঁরা জানান, বন্দর বন্ধ থাকায় প্রায় ৫ হাজার শ্রমিক কয়েক দিন কোনো কাজ করতে পারেননি। এতে তাঁদের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বন্দরের চায়ের দোকানি আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দোকানপাটসহ সবকিছু বন্ধ হয়ে যায়। এক দিন কাজ না করলে পেটে ভাত যায় না। খুব কষ্টে আছি।’
ব্যবসায়ীরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পাথর পরিবহন করা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ঠিকভাবে মালপত্র পৌঁছানো যাচ্ছে না।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ইন্টারনেট না থাকায় মালামাল খালাস করা যাচ্ছে না। ব্যবসায়ীরা পণ্য আনতে পারছেন না। এমনকি মালামাল বিক্রি করতেও সমস্যা হচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। সরকারের প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে চার দিন (২০ জুলাই–২৩ জুলাই) ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সরকারের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এর আগে কাজ বন্ধ থাকায় বন্দরের শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিককে সংসার চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। তাঁরা জানান, বন্দর বন্ধ থাকায় প্রায় ৫ হাজার শ্রমিক কয়েক দিন কোনো কাজ করতে পারেননি। এতে তাঁদের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বন্দরের চায়ের দোকানি আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দোকানপাটসহ সবকিছু বন্ধ হয়ে যায়। এক দিন কাজ না করলে পেটে ভাত যায় না। খুব কষ্টে আছি।’
ব্যবসায়ীরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পাথর পরিবহন করা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ঠিকভাবে মালপত্র পৌঁছানো যাচ্ছে না।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ইন্টারনেট না থাকায় মালামাল খালাস করা যাচ্ছে না। ব্যবসায়ীরা পণ্য আনতে পারছেন না। এমনকি মালামাল বিক্রি করতেও সমস্যা হচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। সরকারের প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
৩ মিনিট আগেবগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নি
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে