Ajker Patrika

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০৩
ভিপি মৃদুল দেওয়ান ও জিএস রায়হান খান। ছবি: সংগৃহীত
ভিপি মৃদুল দেওয়ান ও জিএস রায়হান খান। ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।

এর আগে গতকাল সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলে বেলা ৩টা পর্যন্ত। পরে শুরু হয় ভোট গণনা। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়।

এবারের গকসু নির্বাচনে ১১টি পদে লড়েছেন ৫৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৪৬২ জন।

ভিপি পদে বিজয়ী ইয়াছিন আল মৃদুল দেওয়ান পেয়েছেন ৬৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। জিএস পদে বিজয়ী মো. রায়হান খান পেয়েছেন ১১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান ৮১০ ভোট পেয়েছেন। এজিএস পদে ১৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সামিউল হাসান শোভন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির ১২৩৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম, তিনি পেয়েছেন ১৪৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ১৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফয়সাল আহমেদ। সহক্রীড়া সম্পাদক পদে ১৩০৭ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান বিজয়ী হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ। সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লীশা চাকমা। দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার বিজয়ী হয়েছেন ১১০৮ ভোট পেয়ে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস। সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর।

পাঁচটি অনুষদ যথাক্রমে কৃষি অনুষদে বিজয়ী হয়েছেন মহিউল আলম দোলন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির। এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান, মিনতুজ আক্তার মিম।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে দুজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—মেহেরুন খিলজি মিতু, মো. ইমদাদুল হক মিলন। এ ছাড়া স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

গত ১১ আগস্ট তফসিল ঘোষণা করে গবি প্রশাসন। এরপর ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। পরবর্তী আপিল ও শুনানি শেষে ১৪ সেপ্টেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত তালিকা। প্রার্থীদের ডোপ টেস্টও করা হয়েছে।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের গুরুত্ব নিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের জন্য বহুমুখী ইতিবাচক দিক তৈরি করতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত হন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ পান। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো কার্যকরভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন, যা সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। এখানে ট্রাস্টি বোর্ডের কোনো অবান্তর সিদ্ধান্ত ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ থাকে না। পাশাপাশি ছাত্র সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলে। দীর্ঘ মেয়াদে এসব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত ও সামাজিক জীবনে নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। নির্বাচিতদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও যোগ্যতা তৈরির সুযোগ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত