Ajker Patrika

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

খুবি প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ২০: ০৩
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে হাদী চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও সহসভাপতি তরুণ কান্তি বোসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী, অধ্যাপক ড. মো. রায়হান আলী, অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ, সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবীর ও সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বর্বরোচিত এই হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত