হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেন। রেললাইনের ওপর ভারতীয় পণ্যবাহী ট্রাক আটকে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় আধা ঘণ্টা আমদানি–রপ্তানি বন্ধ ছিল।
বাংলাদেশে প্রবেশ করার সময় ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে আসা ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। রেললাইন থেকে ট্রাকটিকে সারানোর জন্য স্থানীয় লোকজন চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে বিরামপুর থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। লাল পতাকা দেখালে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দাঁড়িয়ে যায়।
আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত চেষ্টা করার পর ট্রাকের ইঞ্জিন সচল করা সম্ভব হয়। এরপর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ও সৌরভ হোসেন জানান, ভারতীয় ফিটনেসবিহীন ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্য আসার কারণে রেললাইনের ওপর প্রায়ই বিকল হয়ে যায়। এরপরও ব্যবসায়ীরা কোনো পদক্ষেপ নেন না এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হিলির স্টেশন মাস্টার তপন কুমার জানান, রেললাইনের ওপর ভারতীয় ট্রাক বিকল হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেনটি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেন না। ভারত থেকে ফিটনেসবিহীন গাড়িতে পণ্য আমদানি করার কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে।
দিনাজপুরের হিলিতে বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেন। রেললাইনের ওপর ভারতীয় পণ্যবাহী ট্রাক আটকে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় আধা ঘণ্টা আমদানি–রপ্তানি বন্ধ ছিল।
বাংলাদেশে প্রবেশ করার সময় ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে আসা ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। রেললাইন থেকে ট্রাকটিকে সারানোর জন্য স্থানীয় লোকজন চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে বিরামপুর থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। লাল পতাকা দেখালে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দাঁড়িয়ে যায়।
আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত চেষ্টা করার পর ট্রাকের ইঞ্জিন সচল করা সম্ভব হয়। এরপর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ও সৌরভ হোসেন জানান, ভারতীয় ফিটনেসবিহীন ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্য আসার কারণে রেললাইনের ওপর প্রায়ই বিকল হয়ে যায়। এরপরও ব্যবসায়ীরা কোনো পদক্ষেপ নেন না এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হিলির স্টেশন মাস্টার তপন কুমার জানান, রেললাইনের ওপর ভারতীয় ট্রাক বিকল হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেনটি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেন না। ভারত থেকে ফিটনেসবিহীন গাড়িতে পণ্য আমদানি করার কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে।
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নি
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে