শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র্যাব-১ ও দিনাজপুর র্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র্যাব-১ ও দিনাজপুর র্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...
১ ঘণ্টা আগেগাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি পেজে দাবি করা হয়, কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন।
১ ঘণ্টা আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
৩ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে