Ajker Patrika

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, চালক নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৩: ৪২
এক্সপ্রেসওয়ে থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
এক্সপ্রেসওয়ে থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ খান ফরিদপুরের সালথা থানার বাউসখালী গ্রামের বেদন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-হ ৩৮-০৬১৩ নম্বরের মোটরসাইকেল চালিয়ে ইউসুফ খান দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকার কলাবাগানের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের রেলিংয়ে ধাক্কা মারেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দ্রুত ও বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত