ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছেলের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। আজ সোমবার সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি আগে একটি জুট মিলে চাকরি করতেন।
মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫) পলাতক রয়েছেন।
হাসপাতালে নিহতের মেয়ে রুপালি রানী জানান, তাঁর বাবার বাড়ি স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায়। বাবার বাড়ির পাশেই তাঁর স্বামীর বাড়ি। সকাল ১০টার দিকে তিনি খবর পান, তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে তাঁরই ভাই বিষ্ণু চন্দ্র। তখন দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখেন, উঠানে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা। সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
রুপালি রানী আরও জানান, তাঁর ভাই বিষ্ণু চন্দ্র মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারত না। বোনদেরও তাঁদের বাড়িতে যেতে নিষেধ করতেন। সকালে তাঁর বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর বাবা উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর তাঁর ভাই বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটর গ্যারেজে কাজ করেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। তাঁর মা গীতা রানীও মেয়ের বাসায় ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।
স্বজনদের বরাতে ওসি জানান, ছেলে তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছেলের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। আজ সোমবার সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি আগে একটি জুট মিলে চাকরি করতেন।
মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫) পলাতক রয়েছেন।
হাসপাতালে নিহতের মেয়ে রুপালি রানী জানান, তাঁর বাবার বাড়ি স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায়। বাবার বাড়ির পাশেই তাঁর স্বামীর বাড়ি। সকাল ১০টার দিকে তিনি খবর পান, তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে তাঁরই ভাই বিষ্ণু চন্দ্র। তখন দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখেন, উঠানে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা। সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
রুপালি রানী আরও জানান, তাঁর ভাই বিষ্ণু চন্দ্র মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারত না। বোনদেরও তাঁদের বাড়িতে যেতে নিষেধ করতেন। সকালে তাঁর বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর বাবা উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর তাঁর ভাই বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটর গ্যারেজে কাজ করেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। তাঁর মা গীতা রানীও মেয়ের বাসায় ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।
স্বজনদের বরাতে ওসি জানান, ছেলে তাঁর বাবাকে ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
৩ মিনিট আগেরাফিসহ তাঁর বন্ধুরা মিলে বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলতে যান। খেলা শেষে বাসায় ফেরার পথে বৃষ্টি নামে। ওই সময় হঠাৎ বজ্রপাতে রাফি গুরুতর আহত হন। পরে বন্ধুরা রাফিকে উদ্ধার করে কামারপাড়া আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগেনালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
৩৯ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে