Ajker Patrika

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৭: ২৬
ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম দুলাল উদ্দিন (৬০)। 

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ডেমরা চৌরাস্তা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত দুলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী বলেন, তাঁদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মাহাতাবপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন। তাঁর বাবা এলাকায় ভ্যানে মাল টানার কাজ করতেন। 

তিনি আরও বলেন, দুপুরে সারুলিয়া থেকে ভ্যানে করে চালের বস্তা নিয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেট কারের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। জানতে পেরে অন্য লোকজনের সহায়তায় বাবাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা প্রাইভেট কারটি ধরে রেখেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত