Ajker Patrika

চার দিন ধরে নিখোঁজ সিফাত, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০০: ৩৩
নিখোঁজ নাইমুর রহমান সিফাত। ছবি: সংগৃহীত
নিখোঁজ নাইমুর রহমান সিফাত। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।

গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিফাত নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তানজিলা আক্তার। সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবীর ছেলে। তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।

সিফাতের স্ত্রী তানজিলা আক্তার জানান, ল্যাপটপ মেরামতের জন্য মাল্টিপ্ল্যান মার্কেটে গিয়েছিলেন সিফাত। সেখান থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর মোবাইল ফোনে কল দিলে মালিবাগে বলে জানান। এরপর আর বাসায় ফেরেননি তিনি। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে সিফাতের স্ত্রী তানজিলা আক্তার খিলগাঁও থানায় প্রাথমিক অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজের পরের দিন পৃথক দুই মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অপহরণের কথা বলে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা ১৬ হাজার টাকা নগদের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠানো হয়। তবে ঘটনাটি পুলিশকে জানানোর পর থেকে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

হঠাৎ করে সিফাতের নিখোঁজ হওয়া এবং এরপর মুক্তিপণ দাবি করে চাঁদা দাবি করায় আতঙ্কিত ও দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনেরা তাঁর সন্ধান পেতে সবার সহায়তা কামনা করেছেন। যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। নম্বর দুটি হলো—০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত