নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির তৃতীয় দিন ছিল মঙ্গলবার (১২ মার্চ)। রাজধানীর খামারবাড়িতে সকাল ১০টার দিকে দুধ, ডিম ও মাছ নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি আসার কথা ছিল। বেলা ১১টার পর ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান আসে। এতে এক ঘণ্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ৫০ জনের বেশি নারী-পুরুষ দুধ, ডিম, মাংসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকে রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে পণ্য না কিনেই চলে যান।
মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ‘আমাদের কিছু ড্রেসড ব্রয়লারের ঘাটতি পড়ে গেছে। বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে। সে কারণে একটু দেরি হয়েছে।’
রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের গাড়ি খামারবাড়িতে মাছ বিক্রি করছে সকাল ১০টা থেকে। রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্ব পালনকারী মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। শহরে মোট আটটি ভ্যান যাবে। প্রতিটি ভ্যানে ৩০০ কেজি করে মাছ থাকার কথা। আমরা মোট ৩১১ কেজি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে তেলাপিয়া ১২৩ কেজি, রুই ৫০ কেজি এবং পাবদা ১৫ কেজি আনা হয়েছে।
এদিকে খামারবাড়িসহ রাজধানীর মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ২৫টি এবং স্থায়ী বাজার ৫টি। অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বর ছাড়া বাকি ২৯টি স্থানে সঠিক সময়ে দুধ ডিম মাংস বিক্রি হয়েছে।
রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির তৃতীয় দিন ছিল মঙ্গলবার (১২ মার্চ)। রাজধানীর খামারবাড়িতে সকাল ১০টার দিকে দুধ, ডিম ও মাছ নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি আসার কথা ছিল। বেলা ১১টার পর ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান আসে। এতে এক ঘণ্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ৫০ জনের বেশি নারী-পুরুষ দুধ, ডিম, মাংসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকে রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে পণ্য না কিনেই চলে যান।
মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ‘আমাদের কিছু ড্রেসড ব্রয়লারের ঘাটতি পড়ে গেছে। বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে। সে কারণে একটু দেরি হয়েছে।’
রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের গাড়ি খামারবাড়িতে মাছ বিক্রি করছে সকাল ১০টা থেকে। রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্ব পালনকারী মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। শহরে মোট আটটি ভ্যান যাবে। প্রতিটি ভ্যানে ৩০০ কেজি করে মাছ থাকার কথা। আমরা মোট ৩১১ কেজি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে তেলাপিয়া ১২৩ কেজি, রুই ৫০ কেজি এবং পাবদা ১৫ কেজি আনা হয়েছে।
এদিকে খামারবাড়িসহ রাজধানীর মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ২৫টি এবং স্থায়ী বাজার ৫টি। অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বর ছাড়া বাকি ২৯টি স্থানে সঠিক সময়ে দুধ ডিম মাংস বিক্রি হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে