Ajker Patrika

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুধ-ডিম-মাংসের গাড়ি এল এক ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০: ৫৫
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুধ-ডিম-মাংসের গাড়ি এল এক ঘণ্টা পর

রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির তৃতীয় দিন ছিল মঙ্গলবার (১২ মার্চ)। রাজধানীর খামারবাড়িতে সকাল ১০টার দিকে দুধ, ডিম ও মাছ নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি আসার কথা ছিল। বেলা ১১টার পর ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান আসে। এতে এক ঘণ্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ৫০ জনের বেশি নারী-পুরুষ দুধ, ডিম, মাংসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকে রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে পণ্য না কিনেই চলে যান।

মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ‘আমাদের কিছু ড্রেসড ব্রয়লারের ঘাটতি পড়ে গেছে। বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে। সে কারণে একটু দেরি হয়েছে।’

রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের গাড়ি খামারবাড়িতে মাছ বিক্রি করছে সকাল ১০টা থেকে। রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্ব পালনকারী মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। শহরে মোট আটটি ভ্যান যাবে। প্রতিটি ভ্যানে ৩০০ কেজি করে মাছ থাকার কথা। আমরা মোট ৩১১ কেজি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে তেলাপিয়া ১২৩ কেজি, রুই ৫০ কেজি এবং পাবদা ১৫ কেজি আনা হয়েছে।

এদিকে খামারবাড়িসহ রাজধানীর মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ২৫টি এবং স্থায়ী বাজার ৫টি। অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বর ছাড়া বাকি ২৯টি স্থানে সঠিক সময়ে দুধ ডিম মাংস বিক্রি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত