Ajker Patrika

উত্তরায় বিধ্বস্ত বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৭: ৪০
পাইলট তৌকির ইসলাম। ছবি: সংগৃহীত
পাইলট তৌকির ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে আমরা বিমানটির পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছি। তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।’

দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত