ঢামেক প্রতিনিধি
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে দুজন মারা গেছে। মৃতরা হলেন ভাঙ্গারির গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর ওরফে আলম (২৩)।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান আলম এবং রাত পৌনে ২টার দিকে মারা যান গাজী মাজহারুল ইসলাম (৪৫)। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, মাজহারুলের ৩২ শতাংশ ও আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ, নুর হোসেনের ৯৫ শতাংশ, শফিকুলের ৮০ শতাংশ, আল আমিনের ৭০ শতাংশ, মাসুমের ৯৫ শতাংশ ও মিজানুরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে এবং রিকশার গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে দুজন মারা গেছে। মৃতরা হলেন ভাঙ্গারির গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর ওরফে আলম (২৩)।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান আলম এবং রাত পৌনে ২টার দিকে মারা যান গাজী মাজহারুল ইসলাম (৪৫)। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, মাজহারুলের ৩২ শতাংশ ও আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ, নুর হোসেনের ৯৫ শতাংশ, শফিকুলের ৮০ শতাংশ, আল আমিনের ৭০ শতাংশ, মাসুমের ৯৫ শতাংশ ও মিজানুরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে এবং রিকশার গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে