Ajker Patrika

হাসিনার বিচারের দাবিতে বৈষম্যবিরোধীদের নারী সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ১৭
শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ শুরু হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সমাবেশে শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের নারী নেতাসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন।

সমাবেশে আয়োজকেরা জানান, জুলাইয়ের আন্দোলনে নারীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে রাজপথে নেমেছে। আমাদের ভাইদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে। এই আন্দোলনসহ অতীতের সব আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারপরও নারীরা অবহেলার শিকার, লাঞ্ছনার শিকার। মনে রাখতে হবে এসব নারীর মধ্যে থেকে রাজনীতিতে আসবে, দেশের ইতিহাস গড়বে। তাই যেকোনো আন্দোলনে নারীদের এগিয়ে আসতে হবে।

শাহবাগে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা। ছবি: আজকের পত্রিকা
শাহবাগে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এতে সঞ্চালনা করেন। নারী সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহান আয়েশা প্রমুখ। এ ছাড়া সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লির সংকটকালে ভারতীয়-আমেরিকানদের বিস্ময়কর নীরবতা

শুধু ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

জনসংখ্যার সংকট, তারপরও বিদেশিদের প্রতি ঘৃণা এখন তীব্র জাপানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত