নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদ নামের এক তরুণ ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় পৃথক স্থানে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া ছাত্রদলের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে অংশ নেওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ নানা স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে সেটি ঘটিয়ে উল্লাস করা হয়েছে তা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। তারা শুধু সোহাগ হত্যার নয়, সারাদেশে চলমান ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই বিকালে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ঘটনাস্থলে দাঁড়িয়ে উল্লাস করছিল। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদ নামের এক তরুণ ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় পৃথক স্থানে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া ছাত্রদলের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে অংশ নেওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ নানা স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে সেটি ঘটিয়ে উল্লাস করা হয়েছে তা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। তারা শুধু সোহাগ হত্যার নয়, সারাদেশে চলমান ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই বিকালে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ঘটনাস্থলে দাঁড়িয়ে উল্লাস করছিল। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২১ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৫ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৪১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে