নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার এ কে খান এলাকায় একটি ভবন ঘেরাও করে অভিযান চালায় আকবরশাহ থানা-পুলিশ। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে (রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত) পুলিশের একটি দল স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের বিপরীত পাশের ১৩ তলা ভবনে অভিযান চালায়। ওই ভবনের একটি ফ্ল্যাটে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিম লুকিয়ে রয়েছেন বলে তথ্য পাওয়ার ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে পাকড়াও করা সম্ভব হয়নি বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।
এর আগে সাইবার ট্রাইব্যুনালের একটি মামলায় চট্টগ্রাম আদালতের সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে ফেরার পথে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের ভাই আকবর হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করে আকবরশাহ থানা-পুলিশ।
তবে বাকি দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক শফিকুল ইসলাম খানের দায়ের করা একটি মামলায় সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিতে গিয়েছিলেন উল্লিখিত তিনজন। আদালতে হাজিরা দেওয়ার শুরু থেকে পুলিশ তাঁদের ধরার জন্য অনুসরণ করছিল বলে জানান মামলার বাদী শফিকুল ইসলাম খান। বেলা সাড়ে ৩টার দিকে তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও থানা কর্তৃপক্ষ সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ধরতে অভিযান পরিচালনায় ব্যস্ত থাকায় এ বিষয়ে কিছু বলতে চায়নি।
সাবেক কাউন্সিলরকে ধরতে উল্লিখিত ভবনটি ঘেরাও করে পুলিশ। এ সময় স্থানীয় জনতা ও বৈষম্যবিরোধী ছাত্রদের একটি গ্রুপ ওই ভবনের সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে থাকে।
এ বিষয়ে ওই ভবনের সামনে থাকা প্রত্যক্ষদর্শী এস এম রিফাত জানান, সন্ধ্যা ৬টা থেকে ভবনটি ঘেরাও করে পুলিশ অভিযান শুরু করেছে। ওই ভবনের একটি ফ্ল্যাটে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপন করে রয়েছেন বলে তথ্য পেয়ে পুলিশ ও জনতা ভবনের সামনে জড়ো হয়।
সর্বশেষ তথ্য জানতে ফোন করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘আমরা ওই ভবনের সব ফ্ল্যাটে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি। অভিযান শেষের দিকে। কিন্তু এখনো সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে নাগালে পাওয়া যায়নি।’
আলোচিত সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে আকবরশাহ থানা এলাকায় পাহাড় নিধনের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রয়েছে।
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার এ কে খান এলাকায় একটি ভবন ঘেরাও করে অভিযান চালায় আকবরশাহ থানা-পুলিশ। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে (রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত) পুলিশের একটি দল স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের বিপরীত পাশের ১৩ তলা ভবনে অভিযান চালায়। ওই ভবনের একটি ফ্ল্যাটে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিম লুকিয়ে রয়েছেন বলে তথ্য পাওয়ার ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে পাকড়াও করা সম্ভব হয়নি বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।
এর আগে সাইবার ট্রাইব্যুনালের একটি মামলায় চট্টগ্রাম আদালতের সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে ফেরার পথে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের ভাই আকবর হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করে আকবরশাহ থানা-পুলিশ।
তবে বাকি দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক শফিকুল ইসলাম খানের দায়ের করা একটি মামলায় সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিতে গিয়েছিলেন উল্লিখিত তিনজন। আদালতে হাজিরা দেওয়ার শুরু থেকে পুলিশ তাঁদের ধরার জন্য অনুসরণ করছিল বলে জানান মামলার বাদী শফিকুল ইসলাম খান। বেলা সাড়ে ৩টার দিকে তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও থানা কর্তৃপক্ষ সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ধরতে অভিযান পরিচালনায় ব্যস্ত থাকায় এ বিষয়ে কিছু বলতে চায়নি।
সাবেক কাউন্সিলরকে ধরতে উল্লিখিত ভবনটি ঘেরাও করে পুলিশ। এ সময় স্থানীয় জনতা ও বৈষম্যবিরোধী ছাত্রদের একটি গ্রুপ ওই ভবনের সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে থাকে।
এ বিষয়ে ওই ভবনের সামনে থাকা প্রত্যক্ষদর্শী এস এম রিফাত জানান, সন্ধ্যা ৬টা থেকে ভবনটি ঘেরাও করে পুলিশ অভিযান শুরু করেছে। ওই ভবনের একটি ফ্ল্যাটে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপন করে রয়েছেন বলে তথ্য পেয়ে পুলিশ ও জনতা ভবনের সামনে জড়ো হয়।
সর্বশেষ তথ্য জানতে ফোন করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘আমরা ওই ভবনের সব ফ্ল্যাটে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি। অভিযান শেষের দিকে। কিন্তু এখনো সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে নাগালে পাওয়া যায়নি।’
আলোচিত সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে আকবরশাহ থানা এলাকায় পাহাড় নিধনের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রয়েছে।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
৩২ মিনিট আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
১ ঘণ্টা আগে