নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ চৌধুরী নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মোজাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশের ২০১৭ তম ব্যাচের সার্জেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়ায়। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক মাহফুজুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট মো. মোজাহিদ চৌধুরী পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে করে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনসে নিহত ট্রাফিক সার্জেন্টের জানাজার পর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চট্টগ্রামে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ চৌধুরী নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মোজাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশের ২০১৭ তম ব্যাচের সার্জেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়ায়। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক মাহফুজুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট মো. মোজাহিদ চৌধুরী পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে করে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনসে নিহত ট্রাফিক সার্জেন্টের জানাজার পর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে