নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফেসবুকে কটূক্তির জেরে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও ‘অ্যাসিড’ নিক্ষেপের মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে দুপুরে কথক দাশকে চট্টগ্রাম কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
চক্ষু বিশেষজ্ঞ কথক দাশ (৪০) রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারী হিসেবে পরিচিত। তাঁকে রাষ্ট্রদ্রোহের পৃথক মামলায় দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ।
মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি কথক দাশ। এ মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ, গত বছরের ৫ নভেম্বর ইসকন নিয়ে ফেসবুক কটূক্তিমূলক পোস্টের জেরে ওসমান আলী নামে হাজারী গলির এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ সনাতনীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন বিক্ষুব্ধরা।
এরপর চট্টগ্রামের স্বর্ণের বৃহৎ বাজার ও কারখানাসমৃদ্ধ এলাকাটিতে পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়।
পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাশ।
ফেসবুকে কটূক্তির জেরে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও ‘অ্যাসিড’ নিক্ষেপের মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে দুপুরে কথক দাশকে চট্টগ্রাম কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
চক্ষু বিশেষজ্ঞ কথক দাশ (৪০) রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারী হিসেবে পরিচিত। তাঁকে রাষ্ট্রদ্রোহের পৃথক মামলায় দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ।
মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি কথক দাশ। এ মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ, গত বছরের ৫ নভেম্বর ইসকন নিয়ে ফেসবুক কটূক্তিমূলক পোস্টের জেরে ওসমান আলী নামে হাজারী গলির এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ সনাতনীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন বিক্ষুব্ধরা।
এরপর চট্টগ্রামের স্বর্ণের বৃহৎ বাজার ও কারখানাসমৃদ্ধ এলাকাটিতে পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়।
পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাশ।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে