Ajker Patrika

হালদা পাড়ের মাটি বিক্রির দায়ে ইউপি সদস্যকে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হালদা পাড়ের মাটি বিক্রির দায়ে ইউপি সদস্যকে জরিমানা

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর পাড়ের মাটি বিক্রি করার দায়ে সাবেক এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সদস্যের নাম মুহাম্মদ জসিম।

গতকাল বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। অর্থ দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ জসিম উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি ওই এলাকার বাসিন্দা। 

ইউএনও শাহিদুল আলম বলেন, ‘ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায় নদীর বাঁধ-সংলগ্ন এলাকা থেকে কয়েক দিন ধরে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মিলেছে।’ 

ইউএনও বলেন, ‘অভিযানে মাটি বিক্রির কাজে ব্যবহৃত ট্রাক ও এক্সকাভেটর চালককে আটক করা হয়েছে। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাবেক ওই ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত