নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।
অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি এক যাত্রী নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, থাই এয়ারওয়েজের ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফট মো. সাজ্জাদ নামের এক যাত্রীর আকাশপথে ভ্রমণকালে হার্ট অ্যাটাক হয়েছিল। এ সময় বিমানের পক্ষ থেকে ওই যাত্রীর জরুরি চিকিৎসার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা বলা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসক থাই বিমানটিতে প্রবেশ করেন। এ সময় চিকিৎসক রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তিনি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া তাঁকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানায়। পরে বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA 339-এর এয়ারক্রাফটে একজন যাত্রীর অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করে। এ কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এবং বিমানটির ক্যাপ্টেন কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৫ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২১ মিনিট আগে